বোয়ালখালী প্রতিনিধি:
নদী দিয়ে শুরু-পাহাড় দিয়ে শেষ অপরূপ সুন্দরী বোয়ালখালী। এই সৌন্দর্য্য বিধাতা দিয়েছেন। সকলে মিলে এ সুন্দরীকে সাজিয়ে উপশহরে রূপান্তরে উদ্যোগ নিতে হবে।’
বুধবার (১৮ মে) রাতে বোয়ালখালী প্রেস ক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম সভাপতি এসএম আবু তৈয়ব এ কথা বলেছেন।
এসময় তিনি বলেন, ঈদ আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে মানবিকতা ও সংস্কৃতিতে নতুন প্রজন্মকে এগিয়ে নিতে এবং সুখে-দুঃখে একে অপরের পাশে থাকার অঙ্গীকারই হোক এ আয়োজনের মূল লক্ষ্য।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বোয়ালখালী উপজেলার একটি কমিউনিটি সেন্টারে এই ঈদ মিলনমেলা অনুষ্ঠিত হয়। এই মিলনমেলায় ব্যবসায়ী, রাজনৈতিক ও সাংবাদিক পরিবারের সদস্যরা অংশ নেন।
ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছেরের সভাপতিত্বে ও নির্বাহী সদস্য আলমগীর চৌধুরী রানার সঞ্চালনায় এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি মো.শাহীনুর কিবরিয়া মাসুদ।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম সেলিম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো.ইউনুস, সিলেট জেলার প্রশাসনিক কর্মকর্তা মো.আবদুল সামাদ, ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন, মোহাম্মদ মোকারম, বোয়ালখালী প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নুরুন্নবী চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম জাকারিয়া, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান শাহজাদা এসএম মিজানুর রহমান, চট্টগ্রাম খাতুনগঞ্জ ডাল মিল ক্র্যাশার সমিতির সাধারণ সম্পাদক মো.জয়নাল আবেদীন মিন্টু, এন. মোহাম্মদ প্লাস্টিক ইন্ড্রাস্টিজের ম্যানেজার (এডমিন) আবদুল ওয়াদুদ ও কৃষিতে জাতীয় পুরুস্কার প্রাপ্ত মোজাম্মেল হক বকুল।
বক্তব্য রাখেন মাসিক আন্দরকিল্লার সম্পাদক নুরুল আবসার, সাংবাদিক মুহাম্মদ নাজিম উদ্দিন, সারাবাংলা ডট নেট এর ব্যুরো চীফ স্পেশাল করেসপন্ডেন্ট রমেন দাশগুপ্ত, বিডিনিউজ২৪ডট কমের স্টাপ রিপোটার উত্তম সেনগুপ্ত ও ক্লাবের সাবেক সভাপতি এমএ মন্নান।
ক্লাবের অর্থ সম্পাদক রাজু বড়ুয়া ও সদস্য হোসাইন মাহমুদ সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি শিল্পী অনুপম দেবনাথ পাভেল, বেতার ও টেলিভিশন সংগীত শিল্পী পূজা ভঞ্জ, উম্মে কায়ছার নিঝুম ও নীলা দাশের পরিবেশনায় সবাইকে মুগ্ধ করে। এতে তবলায় রিমেল বড়ুয়া, কি বোর্ডে অভি বড়ুয়া, অক্টোপ্যাডে অমর দাশ ও পারকেশনে ছিলেন অপু বড়ুয়া।
সংবাদ শিরোনাম
ই-পেপার দেখুন
বোয়ালখালী প্রেস ক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতি সম্মাননা অনুষ্ঠান সম্পন্ন
- বার্তা কক্ষ ::
- আপডেট সময় ০৫:২১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মে ২০২২
- ৮৭৬ বার পঠিত
ট্যাগস :