ঢাকা রবিবার, ১১ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ই-পেপার দেখুন

তোঁয়ারাল্লাই আঁর পেট পুড়ের বলে শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষন

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৮:৩৯:৩৭ পূর্বাহ্ণ, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২
  • ৬১৭ বার পঠিত

চট্টগ্রাম: দীর্ঘ সাড়ে ১০ বছরের বেশি সময় পর চট্টগ্রামে কোনও জনসভায় প্রধানমন্ত্রীর আগমন। এনিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের যেন কমতি ছিল না।

অনেকেই দূর-দূরান্ত থেকে একদিন আগেই নগরে চলে এসেছিলেন জনসভায় যোগ দিতে।

রোববার (৪ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে পলোগ্রাউন্ডের জনসভার মঞ্চে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে জনসভা মুখর ওঠে নেতাকর্মীদের স্লোগানে। তিনিও হাতের ইশারায় সমর্থকদের প্রতি ভালোবাসা জানান।

মাঠে এসেই জেলার বিভিন্ন স্থানের ২৯টি প্রকল্পের উদ্বোধন করেন এবং চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

পরে সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘অনরা ক্যান আছন? বেয়াগুন গম আছন নি? তোঁয়ারাল্লাই আঁর পেট পুড়ের।

এতল্লে ছাইতাম আস্যি। (আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আপনাদের জন্য আমার প্রাণ কাঁদে। তাই দেখতে এসেছি। )’

স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘চট্টগ্রামে আমার অনেক স্মৃতি। বাবার সঙ্গে আমরা চট্টগ্রামে আসতাম। তখন যারা ছিলেন, তাদের অনেকে এখন নেই। তাদের আত্মার মাগফেরাত কামনা করি। ’

ট্যাগস :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

17 − sixteen =

শনিবার থেকে চট্টগ্রাম  ‍নগরে চলবে ‘পর্যটক বাস’

তোঁয়ারাল্লাই আঁর পেট পুড়ের বলে শুরু করেছে মাননীয় প্রধানমন্ত্রীর ভাষন

আপডেট সময় ০৮:৩৯:৩৭ পূর্বাহ্ণ, রবিবার, ৪ ডিসেম্বর ২০২২

চট্টগ্রাম: দীর্ঘ সাড়ে ১০ বছরের বেশি সময় পর চট্টগ্রামে কোনও জনসভায় প্রধানমন্ত্রীর আগমন। এনিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাসের যেন কমতি ছিল না।

অনেকেই দূর-দূরান্ত থেকে একদিন আগেই নগরে চলে এসেছিলেন জনসভায় যোগ দিতে।

রোববার (৪ ডিসেম্বর) বিকেল ৩টা ১০ মিনিটের দিকে পলোগ্রাউন্ডের জনসভার মঞ্চে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতে জনসভা মুখর ওঠে নেতাকর্মীদের স্লোগানে। তিনিও হাতের ইশারায় সমর্থকদের প্রতি ভালোবাসা জানান।

মাঠে এসেই জেলার বিভিন্ন স্থানের ২৯টি প্রকল্পের উদ্বোধন করেন এবং চার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী।

পরে সভায় প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘অনরা ক্যান আছন? বেয়াগুন গম আছন নি? তোঁয়ারাল্লাই আঁর পেট পুড়ের।

এতল্লে ছাইতাম আস্যি। (আপনারা কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আপনাদের জন্য আমার প্রাণ কাঁদে। তাই দেখতে এসেছি। )’

স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘চট্টগ্রামে আমার অনেক স্মৃতি। বাবার সঙ্গে আমরা চট্টগ্রামে আসতাম। তখন যারা ছিলেন, তাদের অনেকে এখন নেই। তাদের আত্মার মাগফেরাত কামনা করি। ’