বোয়ালখালী(চট্টগ্রাম)প্রতিনিধি:ঢাকার উত্তরায় আনন্দ মিছিলে পুলিশের গুলিতে নিহত হয় ওমর বীন নুরুল আবছার (২৩) বোয়ালখালীর এক শিক্ষার্থী।
সোমবার (৫ আগস্ট) বিকেলে আনন্দ মিছিল শেষে বাসায় ফেরার পথে পুলিশের গুলিতে নিহত হয় তিনি।
নিহত ওমর বীন নুরুল আবছার উপজেলার আকুবদন্ডী ২ নম্বর ওয়ার্ড হাজী দেলোয়ার হোসেন সওদাগর বাড়ির সৌদি প্রবাসী মো. নুরুল আবছারের ছেলে ওমর ৫ ভাই ১ বোনের মধ্যে সে তৃতীয় ।
সাভার উত্তরা সেক্টর ১৪/১৮ নাম্বার রোড বন্ধুদের সাথে ভাড়া বাসায় থেকে ঢাকার বিমান বাংলাদেশ এয়ারলাইনস ট্রেডিং সেন্টারে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশুনা করেন।
নিহতের চাচাতো ভাই ইঞ্জিনিয়ার আবু বক্কর রাহাত জানান,মিছিল থেকে ফেরার পথে সাড়ে ৪টার দিকে উত্তরা থানা এলাকায় পুলিশ গুলি করলে সে মারা যায়। মঙ্গলবার ভোর ৪টায় লাশ বাহী গাড়ি করে ওমরের লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
নিহতের ছোট ভাই আম্মার বীন নুরুল আবছার বলেন আমার ভাইতো কোনো দোষ করেনি কেন আমার ভাইকে পুলিশ গুলি করল। আমি এর বিচার চাই।
তিনি আরো বলেন, আমার বাবা সৌদি প্রবাসী। বাবা দেশে ফিরবেন বুধবার সকালে। ০৭/০৮/২০২৪ ইং বুধবার বাদে আসর বোয়ালখালী উপজেলার কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।জানাযার নামাজ শেষে নিহত ইন্জিনিয়ার ওমর বীন নুরুল আবছারকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলেও জানান।