ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে অটোরিকশায় চোলাই মদ, চালক গ্রেপ্তার Logo বোয়ালখালীতে জিপিএ-৫ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির Logo বোয়ালখালীতে বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি Logo সাওতুদ দাওয়াহ কক্সবাজার’র আত্মপ্রকাশ Logo বোয়ালখালীতে শাহ্সূফি আল্লামা আবদুল মাবুদ আলকাদেরী (র.)’র ৩৯তম বার্ষিক ওরশ অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে নিরাপদ অভিবাসন বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে জাতীয় মৎস্য সপ্তাহে মতবিনিময় সভা Logo ১ হাজার পিস ইয়াবাসহ বোয়ালখালীতে সেনাবাহিনীর হাতে মাদক ব্যবসায়ী আটক  Logo বোয়ালখালীতে তিনদিন ধরে নিখোঁজ এক যুবক Logo বোয়ালখালীতে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির বিজয় মিছিল
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, দাবি ৬ দফার বাস্তবায়ন

প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় স্বাস্থ্য সহকারীরা বলেন, জন্মের পর থেকে একজন শিশুকে যেসব প্রতিষেধক টিকা দেওয়া হয়, সেগুলো মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই দেন। কিন্তু গুরুত্বপূর্ণ ও টেকনিক্যাল এ কাজের স্বীকৃতি এখনো মেলেনি। দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা, উপযুক্ত বেতন কাঠামোসহ ন্যায্য দাবিগুলো বারবার উত্থাপন করলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী মো. আনোয়ার হোসেন, সুমন কান্তি ঘোষ, মো. দিদারুল আলম, আনোয়ার হোসেন লিটন, আমীর হোসেন, করিমুন্নেছা, রুমি আক্তার, টিংকু গুহ, নোবেল দেব, কানিজ ফাতেমা, প্রান্ত পারিয়েলসহ আরও অনেকে।

বক্তারা জানান, প্রস্তাবিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) অন্তর্ভুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদায় উন্নীত করা।

তারা বলেন, দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর মধ্যে এক বিশাল অংশ চরম বেতন বৈষম্যের শিকার। অথচ স্বাস্থ্য খাতে বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান রাখছে এই তৃণমূল স্বাস্থ্যকর্মীরাই।

স্বাস্থ্য সহকারীরা জানান, আগেই কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে। এরপরও যদি দাবি মানা না হয়, তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে অটোরিকশায় চোলাই মদ, চালক গ্রেপ্তার

বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, দাবি ৬ দফার বাস্তবায়ন

আপডেট সময় ০২:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় স্বাস্থ্য সহকারীরা বলেন, জন্মের পর থেকে একজন শিশুকে যেসব প্রতিষেধক টিকা দেওয়া হয়, সেগুলো মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই দেন। কিন্তু গুরুত্বপূর্ণ ও টেকনিক্যাল এ কাজের স্বীকৃতি এখনো মেলেনি। দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা, উপযুক্ত বেতন কাঠামোসহ ন্যায্য দাবিগুলো বারবার উত্থাপন করলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী মো. আনোয়ার হোসেন, সুমন কান্তি ঘোষ, মো. দিদারুল আলম, আনোয়ার হোসেন লিটন, আমীর হোসেন, করিমুন্নেছা, রুমি আক্তার, টিংকু গুহ, নোবেল দেব, কানিজ ফাতেমা, প্রান্ত পারিয়েলসহ আরও অনেকে।

বক্তারা জানান, প্রস্তাবিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) অন্তর্ভুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদায় উন্নীত করা।

তারা বলেন, দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর মধ্যে এক বিশাল অংশ চরম বেতন বৈষম্যের শিকার। অথচ স্বাস্থ্য খাতে বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান রাখছে এই তৃণমূল স্বাস্থ্যকর্মীরাই।

স্বাস্থ্য সহকারীরা জানান, আগেই কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে। এরপরও যদি দাবি মানা না হয়, তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।