ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ধানের শীষের বিকল্প নেই, নির্বাচনই সময়ের দাবি — মোস্তাক আহমেদ খান Logo আমুচিয়ায় জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শনে প্যানেল চেয়ারম্যান Logo বোয়ালখালীতে জগদ্বাত্রী পূজা মণ্ডপ পরিদর্শনে মোস্তাক আহমেদ খান Logo পাথরঘাটা ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল: নতুন উদ্দীপনা ও শক্তিশালী সংগঠনের প্রতি অঙ্গীকার Logo নবগঠিত ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় Logo জ্যৈষ্ঠপুরা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে যুবক আটক Logo খানক্বাহ-এ-ক্বাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সাবেরীয়া’র উদ্বোধন Logo বোয়ালখালীতে গাউসুল আজম দস্তগীর (র.) সংগঠনের প্রস্তুতি সভা Logo স্যার আশুতোষ কলেজ অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধরের বিদায় সংবর্ধনা Logo শারদীয় দুর্গোৎসবে দেশবন্ধু সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা
ই-পেপার দেখুন

বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, দাবি ৬ দফার বাস্তবায়ন

প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় স্বাস্থ্য সহকারীরা বলেন, জন্মের পর থেকে একজন শিশুকে যেসব প্রতিষেধক টিকা দেওয়া হয়, সেগুলো মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই দেন। কিন্তু গুরুত্বপূর্ণ ও টেকনিক্যাল এ কাজের স্বীকৃতি এখনো মেলেনি। দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা, উপযুক্ত বেতন কাঠামোসহ ন্যায্য দাবিগুলো বারবার উত্থাপন করলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী মো. আনোয়ার হোসেন, সুমন কান্তি ঘোষ, মো. দিদারুল আলম, আনোয়ার হোসেন লিটন, আমীর হোসেন, করিমুন্নেছা, রুমি আক্তার, টিংকু গুহ, নোবেল দেব, কানিজ ফাতেমা, প্রান্ত পারিয়েলসহ আরও অনেকে।

বক্তারা জানান, প্রস্তাবিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) অন্তর্ভুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদায় উন্নীত করা।

তারা বলেন, দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর মধ্যে এক বিশাল অংশ চরম বেতন বৈষম্যের শিকার। অথচ স্বাস্থ্য খাতে বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান রাখছে এই তৃণমূল স্বাস্থ্যকর্মীরাই।

স্বাস্থ্য সহকারীরা জানান, আগেই কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে। এরপরও যদি দাবি মানা না হয়, তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

ধানের শীষের বিকল্প নেই, নির্বাচনই সময়ের দাবি — মোস্তাক আহমেদ খান

বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, দাবি ৬ দফার বাস্তবায়ন

আপডেট সময় ০২:৩২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

প্রস্তাবিত ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্বাস্থ্য সহকারীরা। বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট এসোসিয়েশনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৪ জুন) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করেন তারা।

এ সময় স্বাস্থ্য সহকারীরা বলেন, জন্মের পর থেকে একজন শিশুকে যেসব প্রতিষেধক টিকা দেওয়া হয়, সেগুলো মাঠ পর্যায়ে স্বাস্থ্য সহকারীরাই দেন। কিন্তু গুরুত্বপূর্ণ ও টেকনিক্যাল এ কাজের স্বীকৃতি এখনো মেলেনি। দীর্ঘদিন ধরে টেকনিক্যাল পদমর্যাদা, উপযুক্ত বেতন কাঠামোসহ ন্যায্য দাবিগুলো বারবার উত্থাপন করলেও বাস্তবায়নের কোনো অগ্রগতি নেই।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বাস্থ্য সহকারী মো. আনোয়ার হোসেন, সুমন কান্তি ঘোষ, মো. দিদারুল আলম, আনোয়ার হোসেন লিটন, আমীর হোসেন, করিমুন্নেছা, রুমি আক্তার, টিংকু গুহ, নোবেল দেব, কানিজ ফাতেমা, প্রান্ত পারিয়েলসহ আরও অনেকে।

বক্তারা জানান, প্রস্তাবিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্নাতক (বিজ্ঞান) অন্তর্ভুক্তি, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণসহ স্বাস্থ্য সহকারীদের টেকনিক্যাল পদমর্যাদায় উন্নীত করা।

তারা বলেন, দেশের ২৬ হাজার স্বাস্থ্য সহকারীর মধ্যে এক বিশাল অংশ চরম বেতন বৈষম্যের শিকার। অথচ স্বাস্থ্য খাতে বাংলাদেশের আন্তর্জাতিক সাফল্যের পেছনে সবচেয়ে বেশি অবদান রাখছে এই তৃণমূল স্বাস্থ্যকর্মীরাই।

স্বাস্থ্য সহকারীরা জানান, আগেই কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে জানানো হয়েছে। এরপরও যদি দাবি মানা না হয়, তবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ইপিআইসহ সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।