কাতারে সড়ক দুর্ঘটনায় নিহত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মো. ইফতেখার রিপন শরীফের (৩৪) মরদেহ দেশে পৌঁছেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ বিমানযোগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
গত ২৩ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ৯টার দিকে কাতারের আল খোর এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় রিপন নিহত হন। তিনি বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদণ্ডী গ্রামের শরীফপাড়ার মৃত আবদুল গফুর শরীফের ছেলে এবং দুই ভাই এক বোনের মধ্যে বড় ছিলেন। জীবিকার তাগিদে প্রায় এক বছর নয় মাস আগে তিনি কাতারে যান এবং একটি ক্লিনার কোম্পানিতে কর্মরত ছিলেন।
নিহতের ভগ্নিপতি মো. সাইফুদ্দিন জানান, দুর্ঘটনার পর রিপনের মরদেহ স্থানীয় হাসপাতালের মর্গে রাখা হয়েছিল। অবশেষে মরদেহ দেশে আনা সম্ভব হয়েছে।
গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। রিপনের অকাল মৃত্যুর ঘটনায় পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উল্লেখ্য, রিপনের বাবা আবদুল গফুরও ২০০২ সালের ডিসেম্বর মাসে প্রবাসে সড়ক দুর্ঘটনায় মারা যান। বাবার মৃত্যুর পর থেকেই পরিবারের বড় ছেলে হিসেবে দায়িত্ব পালন করছিলেন রিপন।
নিজস্ব সংবাদদাতা 








