করোনাভাইরাসের টিকা নেয়াসহ এ বছর হজযাত্রীদের জন্য চারটি শর্ত জারি করেছে সৌদি আরব। শর্তগুলো জানিয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সোমবার শর্তগুলো প্রকাশ করেছে। সৌদি আরবের দেয়া শর্তের মধ্যে আছে, হজে গমনেচ্ছুদের করোনাভাইরাস, মেনিনজাইটিস এবং সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকা দিতে হবে।
এছাড়া আগে যারা হজ করেননি এবারের হজে তাদের অগ্রাধিকার দেয়া হবে। হজ পালনের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ১২ বছর হতে হবে। হজে গমনেচ্ছুদের কোনো বড় ও দীর্ঘস্থায়ী রোগ থাকা যাবে না।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন (৯ জিলহ্জ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। সৌদি আরবের সঙ্গে হজচুক্তি অনুযায়ী, বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার আর বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন এবার হজ করার সুযোগ পাবেন।