বোয়ালখালী প্রতিনিধি:-
প্রতি বছরের ন্যায় এ বছর চট্টগ্রামের ঐতিহ্যবাহী আহলা দরবার শরীফে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে পবিত্র লাইলাতুলকদর।
রঙিন সাজে সাজানো হয়েছে আহলা দরবার
মুসলিম উম্মাহর কাছে শবেকদর অত্যন্ত মর্যাদা ও বরকতময় রাত। এই রাতে পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এই রাতকে কেন্দ্র করে আল-কদর নামে একটি সুরাও নাজিল হয়।
এই রাতে ইবাদত-বন্দেগি করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য প্রার্থনা করেন ধর্মপ্রাণ মুসলমানরা। বরকতময় এ রাতে অন্যবারের মতো আহলা দরবার শরীফে নিয়েছে নানা উদ্যোগ।
এছাড়াও এ রাতে মসজিদে মসজিদে ধর্মপ্রাণ মুসল্লিরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির-আসকারের মধ্যদিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের জন্য প্রার্থনা করে এ রাত অতিবাহিত করেন।ছুটে আসেন দুর দুরান্ত থেকে ধর্মপ্রাণ মুসলমানগন।
তারাবিহ নামাজ শেষে জিয়ারত, মিলাদ কিয়াম ও বিশেষ দোয়া করা হয়।
আখেরী মোনাজাত পরিচালনা করেন শাহজাদা সৈয়দ মুফতি মাঈনুল ইসলাম জুনাইদ।
সংবাদ শিরোনাম
ই-পেপার দেখুন
যথাযোগ্য মর্যাদায় আহলা দরবার শরীফে লাইলাতুলকদর পালিত
- বার্তা কক্ষ ::
- আপডেট সময় ১২:৪৬:১২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ এপ্রিল ২০২২
- ৮১৭ বার পঠিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ