ঘরের দরজায় কাফনের কাপড়, এলাকায় আতঙ্ক চট্টগ্রামের বোয়ালখালীতে এক পরিবারের ঘরের দরজার সামনে কাফনের কাপড় রেখে গেছেন দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে নিরাপত্তা চেয়ে গত ১৩ জুলাই, বুধবার থানায় সাধারণ ডায়েরী করেছেন গৃহকর্তা মো. মিজানুর রহমান।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পূর্ব খিতাপচর আদু খা বাড়ীর মৃত মুসলিম মিয়ার ঘরের দরজায় কাফনের কাপড় ও কাফনের প্রয়োজনীয় সামগ্রীসহ একটি লাল থলে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনা জানাজানি হলে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
গৃহকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘মঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা আমার ঘরের দরজার সামনে আতর, আগর বাতি, কর্পূর ও কাফনের কাপড় লাল থলে করে রেখে যায়। এতে পরিবারের সবাই আতঙ্কে রয়েছি। কোরবানের ঈদের পরদিন স্থানীয় এক ব্যক্তির সাথে ঝগড়া হয়েছিল। ধারণা করছি তারাই হয়তো এ ঘটনা ঘটিয়েছে।’
স্থানীয় সারোয়াতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.বেলাল হোসেন বলেন, ‘এলাকায় যারা ডাকাতি, চুরি, মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করছে তাদের এ ধরণের হুমকি দিচ্ছে সন্ত্রাসীরা, তিনি আরো বলেন, সারোয়াতলীর খিতাপচর এলাকায় প্রতিদিনই মাদকের হাট বসে। এ ব্যাপারে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়া দরকার।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, ‘কে বা কারা কাফনের কাপড় দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করছে তা উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।’