ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে এক বছর পর শখের মোবাইল ফিরে পেলেন জান্নাতুন নূর Logo জুলাই শহীদদের স্মরণে বোয়ালখালী কলেজ ক্যাম্পাসের  দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি Logo বোয়ালখালীতে এসএসসিতে সেরা অভিজিৎ Logo শহীদ ওয়াসিমকে স্মরণ করে ছাত্র সমাবেশ সফল করতে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের প্রস্তুতি সভা Logo চট্টগ্রাম কাপ্তাই রাস্তার মাথায় টিআই মুহাম্মদ নাজিম উদ্দিন খান যোগদান: সড়ক নিরাপত্তা ও আইন প্রয়োগে নতুন দৃষ্টান্ত! Logo শুভ আষাঢ়ী পূর্ণিমা: -অনামিকা বড়ুয়া Logo বোয়ালখালীতে প্রাক্তন রোভার স্কাউটদের অভিষেক ও সংবর্ধনা Logo বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি Logo সৌদি আরবই এখন স্থায়ী ঠিকানা : ক্রিস্টিয়ানো রোনালদো Logo শ্রীমৎ নির্মলানন্দ গিরি মহারাজ তিরোধান উৎসব সম্পন্ন
ই-পেপার দেখুন

ফুলের বাগানের সৌন্দর্য দেখতে চাইলে যেতে হবে বোয়ালখালী থানার আঙিনায়

আবু নাঈম,চট্টগ্রাম:- বসন্তের স্নিগ্ধ সকালের শিশির বিন্দুতে ভিজে লাল টকটকে হয়ে উঠেছে ডালিয়া। হিমেল হাওয়ায় সতেজ হয়ে উঠেছে গাঁদা ফুলের গাছগুলো। উড়ে উড়ে ফুল থেকে ফুলে প্রজাপতির আর মৌমাছির নাচন। সাজানো গোছানো ফুল বাগানের চারদিকে মৌ মৌ করছে রঙিন ফুলের সৌরভ।

ফুলের পরশে এমনই মোহনীয় হয়ে উঠেছে বোয়ালখালী থানার আঙিনা। উঁচু ভবন থেকে দেখলে মনে হবে যেন এক টুকরো মাটিতে ফুলের গালিচা বিছানো হয়েছে।

ফাগুনের শীতল রোদের কিরণ ফুলের গায়ে পড়তেই চারিদিকে তার আভা ছড়িয়ে পড়ছে। গাছের পাতার ভাঁজে ভাঁজে হেসে উঠছে সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য।

এমন নয়নাভিরাম ফুলের বাগান দেখতে চাইলে যেতে হবে বোয়ালখালী থানায়। এরকম ভিন্নধর্মী উদ্যোগে নিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম। যোগদানে পর থেকে বোয়ালখালী থানাকে ঢেলে সাজাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন তিনি।

মায়াবী সৌন্দর্যের মুকুট হয়ে যা পুরো থানা নৈসর্গিক করে তুলেছে। সকাল থেকে বাগান দেখতে ছুটে আসে শিক্ষার্থী আর ফুলপ্রেমীরা।

থানার অফিসার ইনচার্জের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে থানায় সেবা নিতে আসা জনসাধারণ। তারা বলছেন, অফিসার ইনচার্জের এমন উদ্যোগ প্রশংসনীয়। অনেক ওসি আসবে যাবে কিন্তু ওসি এই(আব্দুল করিম) কথা সবাই মনে রাখবে তার কর্মের জন্য।

বাগানে ঢুকে দেখা যায় পরিকল্পিতভাবে গোলাকৃতির ফুলের বাগান গড়ে তোলা হয়েছে। সেখানে এরই মধ্যে নানান রঙ ও জাতের ফুল শোভা পাচ্ছে। এর মধ্যে গাঁদা ছাড়াও ডালিয়া, হাইব্রিড গাঁদা, সূর্যমুখী, সিলভিয়া, পাতা বাহার ইত্যাদি ফুলের নাম উল্লেখ করার মতো। নিয়মিত পরিচর্যায় ফুলে ফুলে ভরে উঠেছে পুরো বাগান। এছাড়াও রয়েছে নানা রকম শীতকালীন সবজি।

এদিকে অফিসার ইনচার্জ আব্দুল করিম বলছেন, বোয়ালখালী থানায় যোগদানের পর দেখলাম এই জায়গাটি (যেখানে বাগান) পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে। তা দেখে ব্যক্তিগত উদ্যোগে সেবা নিতে আসা জনসাধারণকে মনোরম পরিবেশ উপহার দিতে গত দুইবছর ধরে নানান রকম ফুলের গাছ রোপন করে আসছি।

তিনি আরো বলেন, ফুল দিয়ে নয় দুষ্টের দমন সৃষ্টের পালন করার মাধ্যমে বোয়ালখালী থানার সুনাম ছড়িয়ে দিতে চাই চারিদিকে।
এছাড়া থানার প্রবেশ পথের দুই পাশেও নানান প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে। ফুলের সৌরভের মত বোয়ালখালী থানার সুনাম ছড়িয়ে পড়ুক এমনটা প্রত্যাশা করছেন স্থানীয় জনসাধারণ।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে এক বছর পর শখের মোবাইল ফিরে পেলেন জান্নাতুন নূর

ফুলের বাগানের সৌন্দর্য দেখতে চাইলে যেতে হবে বোয়ালখালী থানার আঙিনায়

আপডেট সময় ০৩:৪৭:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২

আবু নাঈম,চট্টগ্রাম:- বসন্তের স্নিগ্ধ সকালের শিশির বিন্দুতে ভিজে লাল টকটকে হয়ে উঠেছে ডালিয়া। হিমেল হাওয়ায় সতেজ হয়ে উঠেছে গাঁদা ফুলের গাছগুলো। উড়ে উড়ে ফুল থেকে ফুলে প্রজাপতির আর মৌমাছির নাচন। সাজানো গোছানো ফুল বাগানের চারদিকে মৌ মৌ করছে রঙিন ফুলের সৌরভ।

ফুলের পরশে এমনই মোহনীয় হয়ে উঠেছে বোয়ালখালী থানার আঙিনা। উঁচু ভবন থেকে দেখলে মনে হবে যেন এক টুকরো মাটিতে ফুলের গালিচা বিছানো হয়েছে।

ফাগুনের শীতল রোদের কিরণ ফুলের গায়ে পড়তেই চারিদিকে তার আভা ছড়িয়ে পড়ছে। গাছের পাতার ভাঁজে ভাঁজে হেসে উঠছে সবুজ প্রকৃতির অপরূপ সৌন্দর্য।

এমন নয়নাভিরাম ফুলের বাগান দেখতে চাইলে যেতে হবে বোয়ালখালী থানায়। এরকম ভিন্নধর্মী উদ্যোগে নিয়েছেন বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল করিম। যোগদানে পর থেকে বোয়ালখালী থানাকে ঢেলে সাজাতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেন তিনি।

মায়াবী সৌন্দর্যের মুকুট হয়ে যা পুরো থানা নৈসর্গিক করে তুলেছে। সকাল থেকে বাগান দেখতে ছুটে আসে শিক্ষার্থী আর ফুলপ্রেমীরা।

থানার অফিসার ইনচার্জের এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে থানায় সেবা নিতে আসা জনসাধারণ। তারা বলছেন, অফিসার ইনচার্জের এমন উদ্যোগ প্রশংসনীয়। অনেক ওসি আসবে যাবে কিন্তু ওসি এই(আব্দুল করিম) কথা সবাই মনে রাখবে তার কর্মের জন্য।

বাগানে ঢুকে দেখা যায় পরিকল্পিতভাবে গোলাকৃতির ফুলের বাগান গড়ে তোলা হয়েছে। সেখানে এরই মধ্যে নানান রঙ ও জাতের ফুল শোভা পাচ্ছে। এর মধ্যে গাঁদা ছাড়াও ডালিয়া, হাইব্রিড গাঁদা, সূর্যমুখী, সিলভিয়া, পাতা বাহার ইত্যাদি ফুলের নাম উল্লেখ করার মতো। নিয়মিত পরিচর্যায় ফুলে ফুলে ভরে উঠেছে পুরো বাগান। এছাড়াও রয়েছে নানা রকম শীতকালীন সবজি।

এদিকে অফিসার ইনচার্জ আব্দুল করিম বলছেন, বোয়ালখালী থানায় যোগদানের পর দেখলাম এই জায়গাটি (যেখানে বাগান) পরিত্যক্ত অবস্থায় পরে রয়েছে। তা দেখে ব্যক্তিগত উদ্যোগে সেবা নিতে আসা জনসাধারণকে মনোরম পরিবেশ উপহার দিতে গত দুইবছর ধরে নানান রকম ফুলের গাছ রোপন করে আসছি।

তিনি আরো বলেন, ফুল দিয়ে নয় দুষ্টের দমন সৃষ্টের পালন করার মাধ্যমে বোয়ালখালী থানার সুনাম ছড়িয়ে দিতে চাই চারিদিকে।
এছাড়া থানার প্রবেশ পথের দুই পাশেও নানান প্রজাতির ফুল গাছ লাগানো হয়েছে। ফুলের সৌরভের মত বোয়ালখালী থানার সুনাম ছড়িয়ে পড়ুক এমনটা প্রত্যাশা করছেন স্থানীয় জনসাধারণ।