ঢাকা ০৯:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ অক্টোবর ২০২৩, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ
ই-পেপার দেখুন

প্রকাশ পেল আরএরকি ডিজিটাল রেকর্ড স্টুডিও থেকে ‘রাসেল আহমদ ফিচারিং আরএরকি এ্যালবাম’

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১১:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ৮২৩ বার পঠিত

এ প্রজন্মের মিউজিক কম্পোজার ও সংগীতশিল্পী ‘রাসেল আহমদ এর ফিচারিং আরএরকি এ্যালবাম ‘ সাম্প্রতিক সময়ের মধ্যে প্রকাশ পেয়েছে আরএরকি ডিজিটাল রেকর্ড স্টুডিও থেকে। এটি এক সাথে একই সময়ের মধ্যে আরএরকি ভিভোর অফিসিয়াল ইউটিউব চেনেল এবং রাসেল আহমদ অফিসিয়াল ভেরিফাইড চেনেল সহ সকল আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে প্রচার হয়েছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্ম ভিভো চ্যানেলে ‘আরএরকি এ্যালবাম’ এর প্রকাশিত “ও প্রিয়া প্রিয়া রে, প্রেম করিয়া সুখ হইলো না, মিছা দোষী ও তোরে দুঃখ দিলে” এ চারটি গান সবচেয়ে বেশি দর্শকের জনপ্রিয়তা পেয়েছে খুবই কম সময়ের মধ্যে।

রাসেল আহমদ বলেন, ভিভো চ্যানেল থেকে প্রকাশিত ‘আরএরকি এ্যালবাম’ এর গানগুলি নিয়ে আমি খুব আশাবাদী। গানের কথা ও সুর খুব ভালো হয়েছে। মূলত গানগুলি বিরহের কথায় সাজানো। শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

তিনি আরও জানান, এই গানের অডিওটি আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্ম-স্পটিফাই, গুগল প্লে সংগীত, অ্যাপল সংগীত, আইটিউনস, অ্যামাজন সংগীত, জিওস্যাভান, গানা, হাঙ্গামা, ডিজার, টিডাল, নেপস্টার এবং আরও অনেকগুলো স্টোর থেকে প্রকাশিত হয়েছে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

প্রকাশ পেল আরএরকি ডিজিটাল রেকর্ড স্টুডিও থেকে ‘রাসেল আহমদ ফিচারিং আরএরকি এ্যালবাম’

আপডেট সময় ১১:১৯:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২

এ প্রজন্মের মিউজিক কম্পোজার ও সংগীতশিল্পী ‘রাসেল আহমদ এর ফিচারিং আরএরকি এ্যালবাম ‘ সাম্প্রতিক সময়ের মধ্যে প্রকাশ পেয়েছে আরএরকি ডিজিটাল রেকর্ড স্টুডিও থেকে। এটি এক সাথে একই সময়ের মধ্যে আরএরকি ভিভোর অফিসিয়াল ইউটিউব চেনেল এবং রাসেল আহমদ অফিসিয়াল ভেরিফাইড চেনেল সহ সকল আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্মগুলোতে আনুষ্ঠানিকভাবে প্রচার হয়েছে। প্রথমবারের মতো আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্ম ভিভো চ্যানেলে ‘আরএরকি এ্যালবাম’ এর প্রকাশিত “ও প্রিয়া প্রিয়া রে, প্রেম করিয়া সুখ হইলো না, মিছা দোষী ও তোরে দুঃখ দিলে” এ চারটি গান সবচেয়ে বেশি দর্শকের জনপ্রিয়তা পেয়েছে খুবই কম সময়ের মধ্যে।

রাসেল আহমদ বলেন, ভিভো চ্যানেল থেকে প্রকাশিত ‘আরএরকি এ্যালবাম’ এর গানগুলি নিয়ে আমি খুব আশাবাদী। গানের কথা ও সুর খুব ভালো হয়েছে। মূলত গানগুলি বিরহের কথায় সাজানো। শ্রোতাদের ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

তিনি আরও জানান, এই গানের অডিওটি আন্তর্জাতিক সংগীত প্ল্যাটফর্ম-স্পটিফাই, গুগল প্লে সংগীত, অ্যাপল সংগীত, আইটিউনস, অ্যামাজন সংগীত, জিওস্যাভান, গানা, হাঙ্গামা, ডিজার, টিডাল, নেপস্টার এবং আরও অনেকগুলো স্টোর থেকে প্রকাশিত হয়েছে।