ঢাকা ০৩:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সৌদি আরবই এখন স্থায়ী ঠিকানা : ক্রিস্টিয়ানো রোনালদো Logo শ্রীমৎ নির্মলানন্দ গিরি মহারাজ তিরোধান উৎসব সম্পন্ন Logo “মানবতার কল্যাণে জাফর-মিনু ফাউন্ডেশনের অবদান” Logo বোয়ালখালীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে রথযাত্রা উপলক্ষে ছন্দারীয়া গ্রামে শোভাযাত্রা অনুষ্ঠিত Logo ড্রোন না মশা? চীনার নতুন অস্ত্র Logo ১৭ বছর লুট, ১৪ বছর অভুক্ত—জামায়াত সে দল নয়’—বোয়ালখালীতে অধ্যাপক আহসান উল্লাহ Logo বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড Logo ফটিকছড়িতে সোনালী ব্যাংকের ঋণ আদায়ে বিশেষ কর্মসূচি Logo বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, দাবি ৬ দফার বাস্তবায়ন
ই-পেপার দেখুন

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর আসছে: বিএসইসি চেয়ারম্যান

  • ঢাকা ব্যুরো
  • আপডেট সময় ১১:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩
  • ৮২২ বার পঠিত

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য মার্চের মধ্যে সুখবর আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। মঙ্গলবার সকাল ১০টায় কমিশনের কার্যালয়ে শীর্ষ ব্রোকারদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এদিন সিইও ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি। বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিএসইসি চেয়ারম্যান বৈঠকে সভাপতিত্ব করেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আগামী মার্চ মাসের মধ্যে পুঁজিবাজারের জন্য সুখবর আসছে। এই সময়ের মধ্যে পুঁজিবাজারের এক্সপোজার থেকে বাদ যাবে বন্ডের বিনিয়োগ। এর ফলে বাজারে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

বৈঠকে পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস ওঠানোর ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আপাতত ফ্লোর প্রাইস উঠানো হবে না।’

পুঁজিবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছিল গত বছরের ২১ ডিসেম্বর। একইসঙ্গে এসব কোম্পানির শেয়ার দর এক দিনে সর্বোচ্চ কমায় সীমা নির্ধারিত হয়েছিল ১ শতাংশ।

তবে গত কয়েকদিন গুজব ছড়ানো হয় যে, ফ্লোর প্রাইস উঠিয়ে দিচ্ছে বিএসইসি। এতে পুঁজিবাজারে টানা দরপতন শুরু হয়। এ ব্যাপারে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আশ্বস্ত করে বলেন, ‘পুঁজিবাজারের গতি ফেরাতে বিএসইসি কাজ করছে।’

এর আগে সোমবার বিএসইসির ঊর্ধ্বতন এক কর্মকর্তাও গণমাধ্যমকে জানান, আপাতত পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস উঠছে না। তিনি এও জানান, সূচক ৬৭০০ অতিক্রমের পর পুঁজিবাজারের অবস্থা ভালো হলে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে।

সূত্র:: ঢাকা-টাইমস>;.

ট্যাগস :

আপনার মতামত লিখুন

সৌদি আরবই এখন স্থায়ী ঠিকানা : ক্রিস্টিয়ানো রোনালদো

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য সুখবর আসছে: বিএসইসি চেয়ারম্যান

আপডেট সময় ১১:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০২৩

দেশের পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য মার্চের মধ্যে সুখবর আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসির চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম। মঙ্গলবার সকাল ১০টায় কমিশনের কার্যালয়ে শীর্ষ ব্রোকারদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এদিন সিইও ফোরামের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেছিল পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- বিএসইসি। বর্তমান পরিস্থিতিতে করণীয় ঠিক করতে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিএসইসি চেয়ারম্যান বৈঠকে সভাপতিত্ব করেন।

শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, আগামী মার্চ মাসের মধ্যে পুঁজিবাজারের জন্য সুখবর আসছে। এই সময়ের মধ্যে পুঁজিবাজারের এক্সপোজার থেকে বাদ যাবে বন্ডের বিনিয়োগ। এর ফলে বাজারে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগের সুযোগ তৈরি হবে।

বৈঠকে পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস ওঠানোর ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আপাতত ফ্লোর প্রাইস উঠানো হবে না।’

পুঁজিবাজারে লেনদেনে গতি ফেরাতে তালিকাভুক্ত ১৬৯ কোম্পানির ফ্লোর প্রাইস বা সর্বনিম্ন মূল্যস্তর তুলে নেওয়া হয়েছিল গত বছরের ২১ ডিসেম্বর। একইসঙ্গে এসব কোম্পানির শেয়ার দর এক দিনে সর্বোচ্চ কমায় সীমা নির্ধারিত হয়েছিল ১ শতাংশ।

তবে গত কয়েকদিন গুজব ছড়ানো হয় যে, ফ্লোর প্রাইস উঠিয়ে দিচ্ছে বিএসইসি। এতে পুঁজিবাজারে টানা দরপতন শুরু হয়। এ ব্যাপারে শিবলী রুবাইয়াত-উল-ইসলাম আশ্বস্ত করে বলেন, ‘পুঁজিবাজারের গতি ফেরাতে বিএসইসি কাজ করছে।’

এর আগে সোমবার বিএসইসির ঊর্ধ্বতন এক কর্মকর্তাও গণমাধ্যমকে জানান, আপাতত পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস উঠছে না। তিনি এও জানান, সূচক ৬৭০০ অতিক্রমের পর পুঁজিবাজারের অবস্থা ভালো হলে ফ্লোর প্রাইস তুলে দেওয়া হবে।

সূত্র:: ঢাকা-টাইমস>;.