বোয়ালখালী প্রতিনিধি::আহল্লা দরবার শরীফের অন্যতম অলীয়ে কামেল,মোনাজেরে আহলে সুন্নত,হযরতুল আল্লামা শাহসূফী সৈয়দ আবু জাফর মোহাম্মদ সেহাবউদ্দীন খালেদ আল-ক্বাদেরী,আল-চিশতী প্রকাশ সেহাব বাবা (রহঃ)’র ১২ তম বার্ষিক ওরশ শরীফ আগামীকাল ১৭ মার্চ ২০২৩ ইংরেজী,আজ শুক্রবার আহলা দরবার শরীফ মহাসমারোহে অনুষ্ঠিত হবে।
ওরশ শরীফ পরিচালনা করবেন আহলা দরবার শরীফের সাজ্জাদানশীন রাহবারে ত্বরীকত শাহসূফী সৈয়দ আবরার ইবনে সেহাব আল-ক্বাদেরী, আল-চিশতী (মা,জ্বি,আ)।
ওরশ শরীফ শরীফ উপলক্ষে আহলা দরবার শরীফের ত্বরীকত ভিত্তিক আধ্যাত্মিক সংগঠন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের পক্ষ থেকে গৃহীত কর্মসূচীর মধ্যে রয়েছে খতমে পাক কোরআন,হযরত নবী করীম (দঃ),সাহাবায়ে কেরাম (রাঃ) এবং আউলিয়া কেরামের রূহ মোবারকের উপর ফাতেহা পাঠ,এশার নামাজ,ওয়াজ মাহফিল,মিলাদ মাহফিল জিকির-আজকার,সেমা মাহফিল ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তির জন্যে আখেরী মোনাজাত ও তাবারুক বিতরণ।
উক্ত ওরশ শরীফে সকল ভক্ত আশেকগণকে হাজির হয়ে আউলিয়া কেরামের রুহানী ফয়েজ হাসিল করার জন্য অনুরোধ জানিয়েছেন আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া,কেন্দ্রীয় কমিটির সভাপতি এ,এইচ,এম নিযামুদ্দীন রাজু এবং সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান।