ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo সৌদি আরবই এখন স্থায়ী ঠিকানা : ক্রিস্টিয়ানো রোনালদো Logo শ্রীমৎ নির্মলানন্দ গিরি মহারাজ তিরোধান উৎসব সম্পন্ন Logo “মানবতার কল্যাণে জাফর-মিনু ফাউন্ডেশনের অবদান” Logo বোয়ালখালীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে রথযাত্রা উপলক্ষে ছন্দারীয়া গ্রামে শোভাযাত্রা অনুষ্ঠিত Logo ড্রোন না মশা? চীনার নতুন অস্ত্র Logo ১৭ বছর লুট, ১৪ বছর অভুক্ত—জামায়াত সে দল নয়’—বোয়ালখালীতে অধ্যাপক আহসান উল্লাহ Logo বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড Logo ফটিকছড়িতে সোনালী ব্যাংকের ঋণ আদায়ে বিশেষ কর্মসূচি Logo বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, দাবি ৬ দফার বাস্তবায়ন
ই-পেপার দেখুন

মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালী উপজেলায় সড়ক অবরোধ

বোয়ালখালী প্রতিনিধি::বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সুন্নি জনতা। সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গোমদণ্ডী ফুলতল মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শত শত মানুষ ফুলতল মোড়ে জড়ো হতে থাকেন। পরে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে আরাকান সড়কে ব্যারিকেড সৃষ্টি করেন তারা। এতে প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আশ্চর্যজনকভাবে পুরো সময় জুড়েই পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।

বিক্ষোভে অংশ নিয়ে আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘প্রশাসন জবাব দে, নইলে গদি ছেড়ে দে’, ‘আউলিয়াদের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’সহ নানা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।

স্থানীয় ছাত্রসেনা নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই অবরোধ পালিত হয়েছে। কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরে ফুলতল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদর প্রদক্ষিণ করে। সমাপ্তি সভায় বক্তারা বলেন, “নিরীহ আলেমদের হত্যা করে সমাজকে অস্থির করে তোলা হচ্ছে। মব ভায়োলেন্স ভয়ংকর রূপ নিচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার।”

তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা প্রশ্নবিদ্ধ। ‘তারা কাদের ইঙ্গিতে খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে?’—এমন প্রশ্নও ছুড়ে দেন বক্তারা।

সমাবেশে আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, “যদি দ্রুত বিচার না হয়, তাহলে দেশের শান্তিকামী মানুষ আবার রাজপথে নামবে। ৫ আগস্টের মতো আরেকটি আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সেক্রেটারি আখতার হোসেন তালুকদার, এস এম জসিম উদ্দিন, সোহাইল আজাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি আরিফুল ইসলাম, উপজেলার নঈম উদ্দিন, মামুন উদ্দিন মেম্বার ও আবু তৈয়ব তাহেরী রোকন প্রমুখ।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

সৌদি আরবই এখন স্থায়ী ঠিকানা : ক্রিস্টিয়ানো রোনালদো

মাওলানা রইস উদ্দিন হত্যা : বিচার দাবিতে বোয়ালখালী উপজেলায় সড়ক অবরোধ

আপডেট সময় ০২:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫

বোয়ালখালী প্রতিনিধি::বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সুন্নি জনতা। সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গোমদণ্ডী ফুলতল মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শত শত মানুষ ফুলতল মোড়ে জড়ো হতে থাকেন। পরে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে আরাকান সড়কে ব্যারিকেড সৃষ্টি করেন তারা। এতে প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আশ্চর্যজনকভাবে পুরো সময় জুড়েই পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।

বিক্ষোভে অংশ নিয়ে আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘প্রশাসন জবাব দে, নইলে গদি ছেড়ে দে’, ‘আউলিয়াদের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’সহ নানা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।

স্থানীয় ছাত্রসেনা নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই অবরোধ পালিত হয়েছে। কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

পরে ফুলতল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদর প্রদক্ষিণ করে। সমাপ্তি সভায় বক্তারা বলেন, “নিরীহ আলেমদের হত্যা করে সমাজকে অস্থির করে তোলা হচ্ছে। মব ভায়োলেন্স ভয়ংকর রূপ নিচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার।”

তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা প্রশ্নবিদ্ধ। ‘তারা কাদের ইঙ্গিতে খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে?’—এমন প্রশ্নও ছুড়ে দেন বক্তারা।

সমাবেশে আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, “যদি দ্রুত বিচার না হয়, তাহলে দেশের শান্তিকামী মানুষ আবার রাজপথে নামবে। ৫ আগস্টের মতো আরেকটি আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সেক্রেটারি আখতার হোসেন তালুকদার, এস এম জসিম উদ্দিন, সোহাইল আজাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি আরিফুল ইসলাম, উপজেলার নঈম উদ্দিন, মামুন উদ্দিন মেম্বার ও আবু তৈয়ব তাহেরী রোকন প্রমুখ।