বোয়ালখালী প্রতিনিধি::বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা মাওলানা রইস উদ্দিন হত্যার বিচার দাবিতে চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় সুন্নি জনতা। সোমবার (৫ মে) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার গোমদণ্ডী ফুলতল মোড়ে ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই শত শত মানুষ ফুলতল মোড়ে জড়ো হতে থাকেন। পরে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে আরাকান সড়কে ব্যারিকেড সৃষ্টি করেন তারা। এতে প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে এবং চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। আশ্চর্যজনকভাবে পুরো সময় জুড়েই পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।
বিক্ষোভে অংশ নিয়ে আন্দোলনকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে?’, ‘প্রশাসন জবাব দে, নইলে গদি ছেড়ে দে’, ‘আউলিয়াদের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই’সহ নানা স্লোগানে মুখরিত করেন পুরো এলাকা।
স্থানীয় ছাত্রসেনা নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই এই অবরোধ পালিত হয়েছে। কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
পরে ফুলতল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর সদর প্রদক্ষিণ করে। সমাপ্তি সভায় বক্তারা বলেন, “নিরীহ আলেমদের হত্যা করে সমাজকে অস্থির করে তোলা হচ্ছে। মব ভায়োলেন্স ভয়ংকর রূপ নিচ্ছে, অথচ প্রশাসন নির্বিকার।”
তারা অভিযোগ করেন, আইনশৃঙ্খলা বাহিনীর নীরবতা প্রশ্নবিদ্ধ। ‘তারা কাদের ইঙ্গিতে খুনিদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে?’—এমন প্রশ্নও ছুড়ে দেন বক্তারা।
সমাবেশে আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, “যদি দ্রুত বিচার না হয়, তাহলে দেশের শান্তিকামী মানুষ আবার রাজপথে নামবে। ৫ আগস্টের মতো আরেকটি আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্ট বোয়ালখালী শাখার সেক্রেটারি আখতার হোসেন তালুকদার, এস এম জসিম উদ্দিন, সোহাইল আজাদ, জাহাঙ্গীর আলম, আবদুর রশিদ, জেলা ছাত্রসেনার সহ-সভাপতি আরিফুল ইসলাম, উপজেলার নঈম উদ্দিন, মামুন উদ্দিন মেম্বার ও আবু তৈয়ব তাহেরী রোকন প্রমুখ।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.