ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শ্রীমৎ নির্মলানন্দ গিরি মহারাজ তিরোধান উৎসব সম্পন্ন Logo “মানবতার কল্যাণে জাফর-মিনু ফাউন্ডেশনের অবদান” Logo বোয়ালখালীতে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত Logo বোয়ালখালীতে রথযাত্রা উপলক্ষে ছন্দারীয়া গ্রামে শোভাযাত্রা অনুষ্ঠিত Logo ড্রোন না মশা? চীনার নতুন অস্ত্র Logo ১৭ বছর লুট, ১৪ বছর অভুক্ত—জামায়াত সে দল নয়’—বোয়ালখালীতে অধ্যাপক আহসান উল্লাহ Logo বোয়ালখালীতে মাদক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড Logo ফটিকছড়িতে সোনালী ব্যাংকের ঋণ আদায়ে বিশেষ কর্মসূচি Logo বোয়ালখালীতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি, দাবি ৬ দফার বাস্তবায়ন Logo সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
ই-পেপার দেখুন

বাউলশিল্পী মোজাহের ইসলাম এ সময়ের জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৬:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
  • ৮৭৫ বার পঠিত

অধীর বড়ুয়া: অর্জন কিন্তু সাধনার ফল। সাধন বিহীন কেউ সঠিক অর্জন করতে পারেন না। চট্টগ্রামের বোয়ালখালীর গোমদন্ডী বহদ্দার পাড়া এলাকায় জম্মজাত সাধারন পরিবারের সন্তান মোঃ মোজাহের ইসলাম একদিন স্বপ্নে বিভোর ছিল কোন একটা বিষয়কে সাধন করে স্বার্থক করবেন। সত্যিই ঠান্ডা মাথার অধিকারী-সদালাপী-আত্মপ্রত্যয়ী মোজাহের ইসলাম সত্যিই তাঁর সাধনার সম্পদ অর্জন করে কালজয়ী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে পড়েছেন।

বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় বাউল জগতের উজ্জ্বল নক্ষত্র ও চট্টগ্রামের বোয়ালখালীর অহংকার কণ্ঠশিল্পী
বাউল ফকির মোজাহের ইসলাম সংগীত জগতের অনন্য ব্যক্তিত্বের নাম।
পিতা-মাতার আদরের ছেলেটি, ভাই-বোনের প্রিয় ভাইটি একদিন পরিবারের গন্ডি পেরিয়ে যখন স্কুল/কলেজ পড়ুয়া অনেকটা তখন থেকে তাঁর মাথায় কিছু একটা করার আত্মপ্রত্যয়ে চেপে পড়ে।
এক সময় দেশের বীমা জগৎে পা দিয়ে তাতেও নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন,সেখানেও তাঁর বড়সড় অর্জন প্রস্ফুটিত হয়ে পড়ে। সেই শৈশবে লালিত- পালিত সংগীত চর্চার হাল না ছেড়ে তিনি বার বার ছুঠে যেতেন সংগীত গুরুদের নিকট,ছুঠে যেতেন সুফি সাধকদের নিকট। তাঁদের নৈকট্য লাভে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন।
নাছোর বান্ধা মোজাহের শেষতক তাঁর জীবনের অন্যতম সাধন সংগীত চর্চাকে প্রতিষ্ঠিতই করে ছেড়েছেন। এক সময়ে গ্রামীণ ছোট-খাট সংগীত আসর বা ষ্টেইজে সংগীত পরিবেশন করে দর্শকদের মন জয় করলেও আজ কয়েক বছর ধরে তাঁর ঊত্তান অনেকটা অন্যতম শিখরে।
তিনি আজ দেশ কাপানো সংগীতজ্ঞদের পিছনে পিছনে থেকে কখনো সামনে এগিয়ে যেতে ভুল করছেন না। তাঁর গাওয়া গানে বের হয়েছে একাধিক ক্যাসেট,
গত ক’বছর বা ক’দিন দেখতে পাচ্ছি দেশের সেরা টিভি চ্যানেল গুলোতে অনবদ্য সংগীতানুষ্ঠান পরিবেশন করে দেশ-বিদেশের দর্শকদের মাতিয়ে তুলছেন।
আমার ৩০/৩৫ বছর পূর্ব আন্তরিক মাখা পরিচিত একজনের নাম মোজাহের ভাই, দৈনন্দিন জীবনে তাঁর অভ্যর্থনা আমাকে মুগ্ধ করেছে। সেই মুগ্ধতায় আমি তাঁর উজ্বল ভবিষ্যৎ টুকু কামনা করছিলাম, কামনার সুফল আজ আকাশে-বাতাসে ছড়িয়ে পড়েছে মোজাহের ভাইয়ের। তৃপ্ত হলাম মোজাহের ভাই।
আরো উজ্বলতায় উৎকর্ষ সাধিত হোক আপনার পথচলা।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

শ্রীমৎ নির্মলানন্দ গিরি মহারাজ তিরোধান উৎসব সম্পন্ন

বাউলশিল্পী মোজাহের ইসলাম এ সময়ের জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব

আপডেট সময় ০৬:১৭:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২

অধীর বড়ুয়া: অর্জন কিন্তু সাধনার ফল। সাধন বিহীন কেউ সঠিক অর্জন করতে পারেন না। চট্টগ্রামের বোয়ালখালীর গোমদন্ডী বহদ্দার পাড়া এলাকায় জম্মজাত সাধারন পরিবারের সন্তান মোঃ মোজাহের ইসলাম একদিন স্বপ্নে বিভোর ছিল কোন একটা বিষয়কে সাধন করে স্বার্থক করবেন। সত্যিই ঠান্ডা মাথার অধিকারী-সদালাপী-আত্মপ্রত্যয়ী মোজাহের ইসলাম সত্যিই তাঁর সাধনার সম্পদ অর্জন করে কালজয়ী শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হয়ে পড়েছেন।

বর্তমানে বাংলাদেশের জনপ্রিয় বাউল জগতের উজ্জ্বল নক্ষত্র ও চট্টগ্রামের বোয়ালখালীর অহংকার কণ্ঠশিল্পী
বাউল ফকির মোজাহের ইসলাম সংগীত জগতের অনন্য ব্যক্তিত্বের নাম।
পিতা-মাতার আদরের ছেলেটি, ভাই-বোনের প্রিয় ভাইটি একদিন পরিবারের গন্ডি পেরিয়ে যখন স্কুল/কলেজ পড়ুয়া অনেকটা তখন থেকে তাঁর মাথায় কিছু একটা করার আত্মপ্রত্যয়ে চেপে পড়ে।
এক সময় দেশের বীমা জগৎে পা দিয়ে তাতেও নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন,সেখানেও তাঁর বড়সড় অর্জন প্রস্ফুটিত হয়ে পড়ে। সেই শৈশবে লালিত- পালিত সংগীত চর্চার হাল না ছেড়ে তিনি বার বার ছুঠে যেতেন সংগীত গুরুদের নিকট,ছুঠে যেতেন সুফি সাধকদের নিকট। তাঁদের নৈকট্য লাভে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন।
নাছোর বান্ধা মোজাহের শেষতক তাঁর জীবনের অন্যতম সাধন সংগীত চর্চাকে প্রতিষ্ঠিতই করে ছেড়েছেন। এক সময়ে গ্রামীণ ছোট-খাট সংগীত আসর বা ষ্টেইজে সংগীত পরিবেশন করে দর্শকদের মন জয় করলেও আজ কয়েক বছর ধরে তাঁর ঊত্তান অনেকটা অন্যতম শিখরে।
তিনি আজ দেশ কাপানো সংগীতজ্ঞদের পিছনে পিছনে থেকে কখনো সামনে এগিয়ে যেতে ভুল করছেন না। তাঁর গাওয়া গানে বের হয়েছে একাধিক ক্যাসেট,
গত ক’বছর বা ক’দিন দেখতে পাচ্ছি দেশের সেরা টিভি চ্যানেল গুলোতে অনবদ্য সংগীতানুষ্ঠান পরিবেশন করে দেশ-বিদেশের দর্শকদের মাতিয়ে তুলছেন।
আমার ৩০/৩৫ বছর পূর্ব আন্তরিক মাখা পরিচিত একজনের নাম মোজাহের ভাই, দৈনন্দিন জীবনে তাঁর অভ্যর্থনা আমাকে মুগ্ধ করেছে। সেই মুগ্ধতায় আমি তাঁর উজ্বল ভবিষ্যৎ টুকু কামনা করছিলাম, কামনার সুফল আজ আকাশে-বাতাসে ছড়িয়ে পড়েছে মোজাহের ভাইয়ের। তৃপ্ত হলাম মোজাহের ভাই।
আরো উজ্বলতায় উৎকর্ষ সাধিত হোক আপনার পথচলা।