পটিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) প্রত্যাশী সিমস প্রকল্প ও সফল প্রজেক্টের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
‘দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রয়া ত্রিপুরার সভাপতিত্বে এবং প্রত্যাশী সিমস প্রকল্পের প্রজেক্ট অফিসার কৌশিক চক্রবর্ত্তীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী তথ্য কর্মকর্তা মোহাম্মদ রহমতুল্লাহ চৌধুরী, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা রেজাউল করিম এবং চট্টগ্রাম মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের জব প্লেসমেন্ট অফিসার চৌধুরী তারেক মাহমুদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য, প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, মাইগ্রেশন ফোরাম সদস্য, প্রবাসী পরিবারের সদস্য এবং প্রত্যাশী সিমস প্রকল্পের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার মাধ্যমে প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। দক্ষতা উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধি করলে অভিবাসনে ঝুঁকি কমবে এবং রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
পটিয়া প্রতিনিধি 















