চট্টগ্রামে বিশেষ অভিযান চালিয়ে চান্দগাও থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বোয়ালখালী উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি মোহাম্মদ ইয়াকুব সিদ্দিকি (৪৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) চান্দগাও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ইয়াকুব সিদ্দিকি বোয়ালখালী উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের খরণদ্বীপ গ্রামের নুরুল হক মাতব্বর বাড়ির মৃত রশিদ আহমদ সিদ্দিকির ছেলে।
ইয়াকুব সিদ্দিকি বোয়ালখালী থানায় দায়ের করা ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় মামলার এজাহারভুক্ত আসামি।
বিষয়টি নিশ্চিত করে চান্দগাও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির বলেন, গ্রেপ্তারের পর ইয়াকুব সিদ্দিকিকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
নিজস্ব সংবাদদাতা 















