চট্টগ্রামের বোয়ালখালী পৌরসভার পশ্চিম কধুরখীলে আগুনে পুড়ে গেছে ৫ বসতঘর।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে পশ্চিম কধুরখীল পরান বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, জাফর আহমদের ছেলে মুকুল, মুরাদ, মিজান, আবুল আহমদের ছেলে বাবুল, করিম, আজাদ ও নুর মোহাম্মদের ছেলে মো. সুজন, কারমান।
অগ্নিকান্ডে প্রায় ২০লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত মুরাদ।
বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ অলক চাকমা জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এতে আনুমানিক ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে এবং প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।