ঢাকা ০২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫, ১০ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo নবগঠিত ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় Logo জ্যৈষ্ঠপুরা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে যুবক আটক Logo খানক্বাহ-এ-ক্বাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সাবেরীয়া’র উদ্বোধন Logo বোয়ালখালীতে গাউসুল আজম দস্তগীর (র.) সংগঠনের প্রস্তুতি সভা Logo স্যার আশুতোষ কলেজ অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধরের বিদায় সংবর্ধনা Logo শারদীয় দুর্গোৎসবে দেশবন্ধু সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা Logo চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে চলছে দুর্গাপূজা: পুলিশ সুপার সাইফুল ইসলাম Logo বোয়ালখালীতে পূজামণ্ডপ পরিদর্শনে ইলিয়াছ চৌধুরী Logo এশার নামাজে অযু করতে গিয়ে বোয়ালখালীতে পুকুরে ডুবে যুবকের মৃত্য Logo বোয়ালখালীতে আসন্ন শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে ইউএনও’র শুভেচ্ছা বিনিময়
ই-পেপার দেখুন

ম্যারিকো বাংলাদেশ নিয়ে এলো রেড কিং মেনজ কুলিং অয়েল

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৬:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১
  • ১০৫৬ বার পঠিত

কালেরপত্র ডেষ্ক :

ম্যারিকো বাংলাদেশ তাদের নতুন ব্র্যান্ড রেড কিং মেনজ কুলিং অয়েল বাজারে নিয়ে এসেছে, যাতে রয়েছে একটি কুলিং ক্রিস্টালস সমৃদ্ধ পাওয়ার টিউব। এই তেল দিয়ে ম্যাসাজে আছে পাঁচটি উপকারিতা। আরামদায়ক ঘুমের পাশাপাশি এটি আপনাকে সতেজ করবে, ক্লান্তি দূর করবে, মাথা ব্যাথা কমাবে এবং মানসিক চাপ নিরসন করবে।

রেড কিং মেনজ কুলিং অয়েল-এর সাথে থাকছে একটি ইউনিক বোতল যাতে রয়েছে কুলিং ক্রিস্টালস সমৃদ্ধ পাওয়ার টিউব। এতে আরো রয়েছে ১৮টি প্রাকৃতিক উপাদানের মিশ্রণ। ব্যবহারের সময় তেলটি পাওয়ার টিউব এর মধ্যে দিয়ে যায় এবং কুলিং ক্রিস্টালস তেলটির রিল্যাক্সিং কার্যকারিতা বাড়িয়ে আপনাকে দেয় পাওয়ার কুলিং অভিজ্ঞতা। পরিশ্রমের একটি দিনের পরে, এই তেল আপনাকে দেয় টেনশন থেকে মুক্তি এবং ভালো ঘুম, যেন প্রতি দিন সকালে আপনি জেগে ওঠেন ফুল রিচার্জড হয়ে। তেলটিতে আরো রয়েছে দারুণ সুগন্ধ এবং তেলটি একদমই চিটচিটে নয়।

তেলটি তৈরি করা হয়েছে সেই সকল পুরুষদের কথা মাথায় রেখে, যারা সারাদিন পরিশ্রম এবং মানসিক চাপের পর একটি রিল্যাক্সিং সমাধান খুঁজছেন। আর তাই তাদের ক্লান্তি ও মানসিক চাপ দূর করতে এবং আরামদায়ক ঘুম নিশ্চিত করতে নতুন এই ব্র্যান্ডটির এই উদ্ভাবনী প্রচেষ্টা।

রেড কিং মেনজ কুলিং অয়েল ইতোমধ্যেই আপনার নিকটস্থ পণ্য সামগ্রীর দোকান, কসমেটিকসের দোকান, ই-কমার্স ওয়েবসাইট এবং সুপার শপগুলোতে পাওয়া যাচ্ছে। তেলটি পাওয়া যাচ্ছে ১০০ মি.লি. (যার মূল্য ১১০ টাকা) ও ২০০ মি.লি. (যার মূল্য ২১০ টাকা) বোতল এবং ২.৫ মি.লি. (যার মূল্য দুই টাকা) প্যাকেটে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আশীষ গোপাল বলেন, “বিগত দুই দশক ধরে বাংলাদেশি গ্রাহকদের চাহিদা পূরণে যুগোপযোগী, নতুন এবং উদ্ভাবনী পণ্য উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ম্যারিকো বাংলাদেশ। প্রিমিয়ামাইজেশনের এই যুগে এবং নানান সুযোগ-সুবিধার ফলে মানসম্মত পণ্যের গ্রাহক চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে সকল স্তরের গ্রাহকের কাছে রেড কিং মেনজ কুলিং অয়েল পৌঁছে দিতে পারবো বলে আমরা আশাবাদী। এবং এর মাধ্যমে ব্র্যান্ডকে আরো সামনের দিকে এগিয়ে নিতে এবং শীর্ষস্থানে আমাদের অবস্থান ধরে রাখতেও আমরা সক্ষম হবো।”

রেড কিং মেনজ কুলিং অয়েল বাজারে নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশে নিজেদের যাত্রার একটি নতুন মাইলফলক সৃষ্টি করলো গ্রাহক-বান্ধব এবং উদ্ভাবনী পার্সোনাল কেয়ার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ। ম্যারিকো বাংলাদেশ প্যারাস্যুট অ্যাডভান্সড, নীহার ন্যাচেরালস, প্যারাস্যুট স্কিনপিউর, মেডিকের এবং স্টুডিও এক্স-এর মতো দেশের জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ডগুলোর প্রস্তুতকারক প্রতিষ্ঠান।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

নবগঠিত ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা বিনিময়

ম্যারিকো বাংলাদেশ নিয়ে এলো রেড কিং মেনজ কুলিং অয়েল

আপডেট সময় ০৬:৫১:২৫ অপরাহ্ন, রবিবার, ১৫ অগাস্ট ২০২১

কালেরপত্র ডেষ্ক :

ম্যারিকো বাংলাদেশ তাদের নতুন ব্র্যান্ড রেড কিং মেনজ কুলিং অয়েল বাজারে নিয়ে এসেছে, যাতে রয়েছে একটি কুলিং ক্রিস্টালস সমৃদ্ধ পাওয়ার টিউব। এই তেল দিয়ে ম্যাসাজে আছে পাঁচটি উপকারিতা। আরামদায়ক ঘুমের পাশাপাশি এটি আপনাকে সতেজ করবে, ক্লান্তি দূর করবে, মাথা ব্যাথা কমাবে এবং মানসিক চাপ নিরসন করবে।

রেড কিং মেনজ কুলিং অয়েল-এর সাথে থাকছে একটি ইউনিক বোতল যাতে রয়েছে কুলিং ক্রিস্টালস সমৃদ্ধ পাওয়ার টিউব। এতে আরো রয়েছে ১৮টি প্রাকৃতিক উপাদানের মিশ্রণ। ব্যবহারের সময় তেলটি পাওয়ার টিউব এর মধ্যে দিয়ে যায় এবং কুলিং ক্রিস্টালস তেলটির রিল্যাক্সিং কার্যকারিতা বাড়িয়ে আপনাকে দেয় পাওয়ার কুলিং অভিজ্ঞতা। পরিশ্রমের একটি দিনের পরে, এই তেল আপনাকে দেয় টেনশন থেকে মুক্তি এবং ভালো ঘুম, যেন প্রতি দিন সকালে আপনি জেগে ওঠেন ফুল রিচার্জড হয়ে। তেলটিতে আরো রয়েছে দারুণ সুগন্ধ এবং তেলটি একদমই চিটচিটে নয়।

তেলটি তৈরি করা হয়েছে সেই সকল পুরুষদের কথা মাথায় রেখে, যারা সারাদিন পরিশ্রম এবং মানসিক চাপের পর একটি রিল্যাক্সিং সমাধান খুঁজছেন। আর তাই তাদের ক্লান্তি ও মানসিক চাপ দূর করতে এবং আরামদায়ক ঘুম নিশ্চিত করতে নতুন এই ব্র্যান্ডটির এই উদ্ভাবনী প্রচেষ্টা।

রেড কিং মেনজ কুলিং অয়েল ইতোমধ্যেই আপনার নিকটস্থ পণ্য সামগ্রীর দোকান, কসমেটিকসের দোকান, ই-কমার্স ওয়েবসাইট এবং সুপার শপগুলোতে পাওয়া যাচ্ছে। তেলটি পাওয়া যাচ্ছে ১০০ মি.লি. (যার মূল্য ১১০ টাকা) ও ২০০ মি.লি. (যার মূল্য ২১০ টাকা) বোতল এবং ২.৫ মি.লি. (যার মূল্য দুই টাকা) প্যাকেটে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর আশীষ গোপাল বলেন, “বিগত দুই দশক ধরে বাংলাদেশি গ্রাহকদের চাহিদা পূরণে যুগোপযোগী, নতুন এবং উদ্ভাবনী পণ্য উপহার দিতে প্রতিজ্ঞাবদ্ধ ম্যারিকো বাংলাদেশ। প্রিমিয়ামাইজেশনের এই যুগে এবং নানান সুযোগ-সুবিধার ফলে মানসম্মত পণ্যের গ্রাহক চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তবে সকল স্তরের গ্রাহকের কাছে রেড কিং মেনজ কুলিং অয়েল পৌঁছে দিতে পারবো বলে আমরা আশাবাদী। এবং এর মাধ্যমে ব্র্যান্ডকে আরো সামনের দিকে এগিয়ে নিতে এবং শীর্ষস্থানে আমাদের অবস্থান ধরে রাখতেও আমরা সক্ষম হবো।”

রেড কিং মেনজ কুলিং অয়েল বাজারে নিয়ে আসার মাধ্যমে বাংলাদেশে নিজেদের যাত্রার একটি নতুন মাইলফলক সৃষ্টি করলো গ্রাহক-বান্ধব এবং উদ্ভাবনী পার্সোনাল কেয়ার পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ম্যারিকো বাংলাদেশ। ম্যারিকো বাংলাদেশ প্যারাস্যুট অ্যাডভান্সড, নীহার ন্যাচেরালস, প্যারাস্যুট স্কিনপিউর, মেডিকের এবং স্টুডিও এক্স-এর মতো দেশের জনপ্রিয় পার্সোনাল কেয়ার ব্র্যান্ডগুলোর প্রস্তুতকারক প্রতিষ্ঠান।