হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি :-আজকের বিদায় অনুষ্ঠান মূলত বিদায় নয়, এটা তোমাদের শিক্ষা ক্ষেত্রের একটি ধাপ অতিক্রম মাত্র, এখান থেকে তোমরা এস.এস.সি সম্পন্ন করে বিভিন্ন সনামধন্য কলেজে অধ্যায়ন করবে এবং আরো উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, তবেই তোমাদের শিক্ষা অর্জনের সফলতা পাবে।
শুধু শিক্ষার সার্টিফিকেট অর্জনই নয়, বরাং জ্ঞান ও গুণের সমৃদ্ধিতে নিজেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলাই হচ্ছে শিক্ষার মূল আদর্শ। তাই নিজেকে আলোকিত ও ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল ১০ টায় স্থানীয় একটি কনভেনশন হলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ও ৬ষ্ঠ শ্রেণীতে নবাগতদের বরণ অনুষ্ঠানে স্কুলের সহকারী শিক্ষক মোঃ রায়হানের সঞ্চালনাই বিদ্যালয়ের সভাপতি মোঃ জাকির হোসেনের চৌধুরীর সভাপতিত্বে হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামি ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোরশেদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বারডেম হাপাতালের টিউটর ও ফ্যাকাল্টি মেম্বার ডা. মুহাম্মদ মছিহ্ উল্লাহ, মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষানুরাগী সদস্য নুর নাহার বেগম, হাটহাজারী পার্বতী সরকারি মডেল হাই স্কুলের সাবেক ( ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ আতাউর রহমান মিয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) মোঃ হোসেন।
মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুলের ছাত্র ছাত্রীদের নবাগতদের বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, সে সময় আবেগময় হয়ে বিদায়ের মানপত্র পাঠ করেন দশম শ্রেণির ছাত্রী সুমাইয়া জাহান মাহি, যে পথ একদিন তােমাদের নিয়ে এসেছিল এই বিদ্যালয়ের সবুজ আঙিনায়, আজ সেই পথই আবার তােমাদের ডাক দিয়েছে কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত হৃদয়-বীণায় তাই আজ বাজছে বিদায়ের করুণ সুর। শুভ হােক তােমাদের ভবিষ্যতের পথচলা।
শিক্ষার্থীদের ভালো ফলাফলের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দিয়ে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম উদ্দিন রেজা, সিনিয়র সহকারী শিক্ষিকা তাপসী তালুকদার, সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আবুল কাসেম।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আলোকিত মানুষ তৈরির কারখানা মীর নোয়াবুল হক মেমোরিয়াল হাই স্কুল। জ্ঞান অর্জন, নৈতিক মূল্যবোধ সৃষ্টি, সুনাগরিকের গুণাবলী অর্জনের মাধ্যমে মানবিক মূল্যবোধ সম্পন্ন প্রজন্ম জাতিকে উপহার দিতে নিরন্তর অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এ বিদ্যালয়।
তিনি জ্ঞান ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় প্রাতিষ্ঠানিক এবং পারিবারিক লাইব্রেরী গড়ে তোলার গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী শিক্ষিকা জেসমিন আক্তার,সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ শাহ আলম, সহকারী শিক্ষক মোঃ শফি উল্লাহ, মোঃ আব্দুর রহিম আলমগীর, নুসরাতুল হক, মোঃ আনিসুল ইসলাম, মোঃ মাহমুদুল করিম, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আবু তৈয়ব ও অধ্যয়নরত, বিদায়ী ছাত্র-ছাত্রী এবং অভিভাবকেরা।