চট্টগ্রাম বোয়ালখালীতে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল খালেক (৪০) নামের এক পথচারীর আহত হয়েছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) দুপুর তিনটায় আপেল আহমদ টেক নোয়া রাস্তার মাথা এলাকায় আরকান সড়কে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
আহত আব্দুল খালেক শাকপুরার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী জানান, তিনটার দিকে সিএনজি থেকে নেমে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাকেলের ধাক্কায় গুরুতর আহত হন আব্দুল খালেক। এ অবস্থায় খালেককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এতে মোটরসাইকেল আরোহী হালকা আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তোফায়েল আহমদ বলেন, আব্দুল খালেক নামের এক ব্যক্তি আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তবে আত্মীয় স্বজনরা চমেক হাসপাতালে নিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাড় ও নিউরোসার্জারী বিভাগে যোগাযোগ করার পরামর্শ দেন।