বোয়ালখালী চট্টগ্রাম :: বোয়ালখালী উপজেলায় সিএনজিচালিত অটোটেম্পুর সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে তিনজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকাল পাঁচটার দিকে উপজেলার হাজির হাট আমতল দরগাহ নামক এলাকায় এ ঘটনা ঘটে।
হতাহতরা হলেন মো. ইউনুছের ছেলে মো. সাকিব (২৫), ইছা সালেহর ছেলে মো. সামির (২৩) ও মো. রহিম উদ্দীনের ছেলে মো. সাকিব (২২)। তারা সবাই পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার মহিউদ্দিন চেয়ারম্যানের বাড়ির ছেলে বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, তারা তিনজন মোটরসাইকেলে ছিলেন। মোটরসাইকেলটি দ্রুত গতিতে ওভারটেক করে যাওয়ার এ ঘটনাটি ঘটে। এসময় অপরদিক থেকে আসা সিএনজিচালিত অটোটেম্পুর সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে তিনজন ঘটনাস্থলে গুরুতর আহত হয়। ঐ স্থানে স্প্রিড ব্রেকার খুব প্রযোজন বলে দাবি জানান স্থানীয় লোকজন তার কারন জানাত যাইলে বলেন প্রায় সময় এই ঘটনা ঘটে আরো জানান এইখানে একটি প্রাইমারী স্কুল আছে কোন গাড়ি আস্তে চালানো হয় না, স্কুলের অভিভাবকরা খুব ভয়ে থাকেন তাদের সন্তানদের জন্য।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক সাদিয়া।