আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছেন চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ।
বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন। প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ।
দলের সাধারণ সম্পাদক মো.শাহদাত হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস,এম সেলিম, জেলা আওয়ামী লীগ নেতা বোরহান উদ্দিন মো. এমরান, শাহনেওয়াজ হায়দার শাহীন, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল করিম বাবুল, নুরুল হুদা, আবদুর রউফ, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শফিউল আলম, সাধারণ সম্পাদক এসএম জাকারিয়া, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন, মোহাম্মদ মোকারম, কাজল দে, শফিউল আজম শেফু, শামসুল আলম ও আবদুল মান্নান মোনাফ প্রমুখ। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন শিল্পীরা।
সংবাদ শিরোনাম
ই-পেপার দেখুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করেছেন বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগ
- নিজস্ব সংবাদদাতা
- আপডেট সময় ০৮:৪২:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- ৯১০ বার পঠিত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ