ঢাকা ০৭:৩২ অপরাহ্ন, সোমবার, ২০ মার্চ ২০২৩, ৬ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ঢাকার পাসপোর্ট অফিসগুলোর আওতা সংশোধন Logo বোয়ালখালী শতভাগ ভূমি ও গৃহহীনমুক্ত হচ্ছে ঘোষণা করবেন প্রধানমন্ত্রী Logo উন্নয়ন কাজের বরাদ্ধ ও বাস্তবায়নের হার ছবিসহ জমা দিতে হবেঃ জেলা প্রশাসক চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা Logo বাগমনিরাম ওয়ার্ড আ.লীগের সভাপতি আজিম, সম্পাদক বাবু Logo ২০১৪ সালের সন্ত্রাসী কর্মকাণ্ড এখন সুপ্রিম কোর্টে নিয়ে গেছে বিএনপি : তথ্যমন্ত্রী Logo ডিজিটাল নিরাপত্তা মামলায় গ্রেপ্তার হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি। Logo আমেরিকার বড় বিপদ হতে পারে সারগাসাম Logo নৌকার জয় দুই উপজেলায় Logo আহলা দরবার শরীফে হযরত সেহাবউদ্দীন খালেদ (রহঃ)’র ওরশ শরীফ আজ Logo রোজায় নিত্যপণ্যের দাম বাড়ালে ব্যবস্থা নিতে ডিসিদের নির্দেশ
ই-পেপার দেখুন

 না ফেরার দেশে সংসদ সদস্য মোসলেম 

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ১১:২০:২০ পূর্বাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০২৩
  • ৫৬১ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি :- মুক্তিযোদ্ধা, প্রখ্যাত রাজনীতিবিদ ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ এমপি আজ (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৭মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এস. এম বোরহান উদ্দীন বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন দুরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এমপি  মোছলেম উদ্দীন। দেশ বিদেশে চিকিৎসাও নেন তিনি।

সোমবার রাত ১২টা ৩৭মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলেও জানান।
সাংসদ মোছলেম বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে। তার স্ত্রী, চার, মেয়ে রয়েছে।

মোছলেম চট্টগ্রাম -৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে ২০২০ সালে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দীন আহমেদ ১৯৬৯ সালে চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি ও পরে চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালে চট্টগ্রাম শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে ১৯৭২ সালে ছাত্রলীগ চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বাবুর মৃত্যুর পর মোছলেম উদ্দিন আহমেদ সাত বছর ধরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে ১২ ডিসেম্বরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

sixteen − ten =

ঢাকার পাসপোর্ট অফিসগুলোর আওতা সংশোধন

 না ফেরার দেশে সংসদ সদস্য মোসলেম 

আপডেট সময় ১১:২০:২০ পূর্বাহ্ণ, সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০২৩

নিজস্ব প্রতিনিধি :- মুক্তিযোদ্ধা, প্রখ্যাত রাজনীতিবিদ ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমদ এমপি আজ (৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় রাত ১২টা ৩৭মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি এস. এম বোরহান উদ্দীন বরাত দিয়ে জানা যায়, দীর্ঘদিন দুরারোগ্যব্যাধি ক্যান্সারে আক্রান্ত ছিলেন এমপি  মোছলেম উদ্দীন। দেশ বিদেশে চিকিৎসাও নেন তিনি।

সোমবার রাত ১২টা ৩৭মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন বলেও জানান।
সাংসদ মোছলেম বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামে। তার স্ত্রী, চার, মেয়ে রয়েছে।

মোছলেম চট্টগ্রাম -৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসন থেকে ২০২০ সালে উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা ও প্রবীণ আওয়ামী লীগ নেতা মোছলেম উদ্দীন আহমেদ ১৯৬৯ সালে চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সভাপতি ও পরে চট্টগ্রাম শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ১৯৭০ সালে চট্টগ্রাম শহর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। পরে ১৯৭২ সালে ছাত্রলীগ চট্টগ্রাম শহর শাখার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পরবর্তীতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি আখতারুজ্জামান চৌধুরী বাবুর সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বাবুর মৃত্যুর পর মোছলেম উদ্দিন আহমেদ সাত বছর ধরে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ২০২২ সালে ১২ ডিসেম্বরে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়।