চট্টগ্রাম :: ২৯সেপ্টেম্বর ২০২৪, রবিবার বিকাল ৩:০০ ঘটিকা থেকে ৪:০০ ঘটিকা পর্যন্ত আইস ফ্যাক্টরি রোডস্থ উপপুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) এর কার্যালয়ের সম্মেলন কক্ষে ট্রাফিক দক্ষিণ বিভাগের ২য় ‘ওপেন হাউজ ডে’* অনুষ্ঠিত হয়।
এসময় ডিসি(ট্রাফিক-দক্ষিণ) স্যার পরিবহন সেক্টরের সেবা দাতা, সেবা গ্রহিতা ও সেবা প্রত্যাশীদের বক্তব্য, অভিযোগ ও সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানের পাশাপাশি কিছু কিছু বিষয় উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে সমাধানের আশ্বাস দেন।
এ ‘ওপেন হাউজ ডে’-তে এসি(ট্রাফিক-দক্ষিণ), টিআই কোতোয়ালী ও এ বিভাগের প্রশিকিউশন শাখার অফিসার-ফোর্সগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় তাঁর নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে ওপেন হাউজ ডে আয়োজনের মাধ্যমে সম্মানিত নগরবাসীর বিভিন্ন সমস্যা ও অভিযোগ শুনে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নিচ্ছেন যা প্রতি সপ্তাহের মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে।