ঢাকা ১১:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস Logo চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বন্দর থানায় কর্মরত এক পুলিশ সদস্যকে বেধড়ক পিটিয়েছে দুর্বৃত্তরা। Logo ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের সবাইকে কর্মস্থলে ফেরার নির্দেশ Logo অন্তর্বর্তীকালীন সরকারের শপথ বৃহস্পতিবার রাত ৮টায়: সেনাপ্রধান Logo বোয়ালখালীতে স্কাউটস সদস্যদের ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান Logo আনন্দ মিছিল শেষে ফেরার পথে পুলিশের গুলিতে নিহত ওমর Logo মঙ্গলবার সকাল থেকে কারফিউ নেই, সব প্রতিষ্ঠান খোলা Logo ছাত্র-শিক্ষক প্রতিনিধির সঙ্গে আলোচনায় বসবেন সেনাপ্রধান Logo সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় ছিল না আওয়ামী লীগের কেউ Logo প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার গঠন হবে: সেনাপ্রধান
ই-পেপার দেখুন

চট্টগ্রামে মনোনয়ন প্রত্যাহার করলেন ৯ প্রার্থী

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
  • ৬০২ বার পঠিত

চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে ৬টি আসনের থেকে বিভিন্ন দলের ৯ প্রার্থী।রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, চট্টগ্রাম-১ আসনে সাম্যবাদী দলের প্রার্থী ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তার পক্ষে প্রত্যাহার পত্র জমা দেন দলটির যুগ্ম আহ্বায়ক রঞ্জিত বড়ুয়া।

এছাড়া, চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তবে এ আসনে প্রত্যাহার করলেও চট্টগ্রাম-১২ আসন নির্বাচন করবেন তিনি। একই আসনে বিকল্পধারার মজহারুল হক শাহ মনোনয়ন প্রত্যাহার করেছেন। চট্টগ্রাম-৫ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনি কক্সবাজার-১ আসন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে একই আসনের নৌকার প্রার্থী এম এ সালাম ও চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ দুটি আসন জোটের শরীক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে।

তাছাড়া চট্টগ্রাম-১১ আসনে জাসদের জসিম উদ্দিন হায়দার ও  চট্টগ্রাম-১৬ আসনে জাসদের কামাল মোস্তফা চৌধুরী এবং স্বতন্ত্র এমরানুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন এ দিন।নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বাংলানিউজকে বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৯ প্রার্থী প্রত্যাহার করেছেন। মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের আগামীকাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই বাছাই করা হয় ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানির তারিখ ছিল ৬-১৫ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

আবু সাঈদের কবর জিয়ারত করলেন ড. ইউনূস

চট্টগ্রামে মনোনয়ন প্রত্যাহার করলেন ৯ প্রার্থী

আপডেট সময় ০৯:২২:২৯ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩

চট্টগ্রাম: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহার করেছে ৬টি আসনের থেকে বিভিন্ন দলের ৯ প্রার্থী।রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে রিটার্নিং কার্যালয় থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়।রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা যায়, চট্টগ্রাম-১ আসনে সাম্যবাদী দলের প্রার্থী ও সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তার পক্ষে প্রত্যাহার পত্র জমা দেন দলটির যুগ্ম আহ্বায়ক রঞ্জিত বড়ুয়া।

এছাড়া, চট্টগ্রাম-২ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান এম এ মতিন প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তবে এ আসনে প্রত্যাহার করলেও চট্টগ্রাম-১২ আসন নির্বাচন করবেন তিনি। একই আসনে বিকল্পধারার মজহারুল হক শাহ মনোনয়ন প্রত্যাহার করেছেন। চট্টগ্রাম-৫ আসনে কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম প্রার্থীতা প্রত্যাহার করেছেন। তিনি কক্সবাজার-১ আসন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অন্যদিকে একই আসনের নৌকার প্রার্থী এম এ সালাম ও চট্টগ্রাম-৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। এ দুটি আসন জোটের শরীক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে।

তাছাড়া চট্টগ্রাম-১১ আসনে জাসদের জসিম উদ্দিন হায়দার ও  চট্টগ্রাম-১৬ আসনে জাসদের কামাল মোস্তফা চৌধুরী এবং স্বতন্ত্র এমরানুল হক মনোনয়ন প্রত্যাহার করেছেন এ দিন।নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বাংলানিউজকে বলেন, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে ৯ প্রার্থী প্রত্যাহার করেছেন। মনোনয়ন বৈধ হওয়া প্রার্থীদের আগামীকাল প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর, মনোনয়ন যাচাই বাছাই করা হয় ১-৪ ডিসেম্বর, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ও শুনানির তারিখ ছিল ৬-১৫ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ১৮ ডিসেম্বর।