চট্টগ্রাম প্রতিনিধি:- মাইজভাণ্ডারী গানের অন্যতম গীতিকার উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল একুশে পদকপ্রাপ্ত লোককবি রমেশ শীলের ২৩ চৈত্র ৬ এপ্রিল বুধবার ৫৫তম প্রধান তিরোধান দিবস। এবার করোনা মহামারির কারনে অন্যান্য সকল কর্মসূচি কাটছাঁট করা হলেও রমেশ ভাণ্ডার পরিচালনা কমিটি ও রমেশ পরিবারের পক্ষ থেকে কবির সমাধীস্হলে সংক্ষিপ্ত অনুষ্ঠানমালার আয়োজন করো হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে। সকালে কবির সমাধিতে পুস্পমাল্য অর্পণ ও বিকেলে রমেশ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে রমেশ সংগীত পরিবেশন। বোয়ালখালী পৌরসভার পূর্ব গোমদন্ডীস্হ কবির সমাধীস্হলে আয়োজিত এসব কর্মসূচিতে স্বাস্হ্যবিধি মেনে অংশ নেয়ার জন্য কবির ভক্ত-অনুরক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন রমেশ ভাণ্ডার সাংগঠনিক সমন্বয়ক সাংবাদিক আল সিরাজ ভাণ্ডারী।
উল্লেখ্য ১৮৭৭ সালে চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার পূর্ব গোমদন্ডী গ্রামে জন্ম গ্রাহণ করেন লোক ও মাইজ ভান্ডারী গানের কিংবদন্তি কৃতি এই পুরুষ। ২০০২ সালে সরকার মরণোত্তর একুশে পদকে ভূষিত করেন তাকে। ১৯৬৭ সালের আজকের এদিনে মৃত্যু বরণ করেন তিনি।