ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০২৪, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ
ই-পেপার দেখুন

অগ্নিকান্ডে পুড়ে যাওয়াদের জন্য ফারাজ করিম চৌধুরীর “মানবতার ডেস্ক” স্থাপন

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৯:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ৭৫৮ বার পঠিত

চট্টগ্রাম প্রতিনিধি: সীতাকুণ্ডের অগ্নিকান্ডে পুড়ে যাওয়া আহতদের সহযোগিতায় মানবতার ডেস্ক স্থাপন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চট্টগ্রাম ৬ আসনের সাংসদ এ.বি এম ফজলে করিম চৌধুরীর জৈষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরী।

৬ জুন সোমবার মানবতার ডেস্ক স্থাপনের পর সেটির মাধ্যমে ফারাজ করিম চৌধুরীর ব্যবস্থাপনায় আহত ব্যক্তি, আহতদের আত্মীয়-স্বজন, ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবী সকলের জন্য খাবারের ব্যবস্থা করেন তিনি।

এছাড়াও ডাক্তারের পরামর্শে আহতদের শরীরের পোড়া অংশ যেন দ্রুত শুকানো যায় সে জন্য গরুর খাটি দুধ প্রেরণ করা হয় এই ডেস্কের মাধ্যমে।

এ ব্যাপারে তিনি সমাজের বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট। সেটি নিচে তুলে ধরা হলো :
চট্টগ্রামের সীতাকুন্ডে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইট সংলগ্ন স্থানে আমরা একটি মানবতার ডেস্ক স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এই ডেস্কে আপনাদের সামর্থ্যানুযায়ী যা পারবেন তা গিয়ে দিয়ে আসবেন। কেউ যদি স্ব-শরীরে গিয়ে দিয়ে আসতে না পারেন, তবে আমাদের এসব নাম্বারে (01765727669. 01834614167. 01829918176) ফোন করলে আমরা আপনার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসবো৷

এই মুহুর্তে প্রয়োজন ওষুধ, বার্না ক্রীম (পুড়ে যাওয়ার এন্টিসেপ্টিক), রোল ব্যান্ডেজ, স্যালাইন, পানি, শুকনো খাবার (বিস্কিট, মুড়ি, চিড়া, বন, কেক, পাউরুটি) হাতপাখা, বালতি, বোতল, মগ, বালিশ ও আরো বিভিন্নকিছু।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

অগ্নিকান্ডে পুড়ে যাওয়াদের জন্য ফারাজ করিম চৌধুরীর “মানবতার ডেস্ক” স্থাপন

আপডেট সময় ০৯:০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২

চট্টগ্রাম প্রতিনিধি: সীতাকুণ্ডের অগ্নিকান্ডে পুড়ে যাওয়া আহতদের সহযোগিতায় মানবতার ডেস্ক স্থাপন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি চট্টগ্রাম ৬ আসনের সাংসদ এ.বি এম ফজলে করিম চৌধুরীর জৈষ্ঠ পুত্র ফারাজ করিম চৌধুরী।

৬ জুন সোমবার মানবতার ডেস্ক স্থাপনের পর সেটির মাধ্যমে ফারাজ করিম চৌধুরীর ব্যবস্থাপনায় আহত ব্যক্তি, আহতদের আত্মীয়-স্বজন, ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবী সকলের জন্য খাবারের ব্যবস্থা করেন তিনি।

এছাড়াও ডাক্তারের পরামর্শে আহতদের শরীরের পোড়া অংশ যেন দ্রুত শুকানো যায় সে জন্য গরুর খাটি দুধ প্রেরণ করা হয় এই ডেস্কের মাধ্যমে।

এ ব্যাপারে তিনি সমাজের বিত্তশালীদের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট। সেটি নিচে তুলে ধরা হলো :
চট্টগ্রামের সীতাকুন্ডে স্মরণকালের ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় হতাহতদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি গেইট সংলগ্ন স্থানে আমরা একটি মানবতার ডেস্ক স্থাপন করার সিদ্ধান্ত নিয়েছি। এই ডেস্কে আপনাদের সামর্থ্যানুযায়ী যা পারবেন তা গিয়ে দিয়ে আসবেন। কেউ যদি স্ব-শরীরে গিয়ে দিয়ে আসতে না পারেন, তবে আমাদের এসব নাম্বারে (01765727669. 01834614167. 01829918176) ফোন করলে আমরা আপনার কাছ থেকে সংগ্রহ করে নিয়ে আসবো৷

এই মুহুর্তে প্রয়োজন ওষুধ, বার্না ক্রীম (পুড়ে যাওয়ার এন্টিসেপ্টিক), রোল ব্যান্ডেজ, স্যালাইন, পানি, শুকনো খাবার (বিস্কিট, মুড়ি, চিড়া, বন, কেক, পাউরুটি) হাতপাখা, বালতি, বোতল, মগ, বালিশ ও আরো বিভিন্নকিছু।