বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়া মেহেদী হাসান ফারুকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা।
মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নবাগত ইউএনওকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলার সামগ্রিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন এবং অঞ্চলজুড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়ে উপস্থিত ছিলেন—
উপজেলা মৎস্য কর্মকর্তা নাঈম হাসান
জাতীয়বাদী জুলাই আগস্ট যোদ্ধা গেজেট প্রাপ্ত (২৪)’র আহত যোদ্ধা সংসদের দপ্তর সম্পাদক মো. মুহিদ হোসেন, জুলাই যোদ্ধা নুর হোসেন,দক্ষিণ জেলা যুগ্ম সদস্য সচিব ফয়সাল উদ্দিন রায়হান,চট্টগ্রাম মহানগর সংগঠক নিভরাজ বিন,
চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য আরিফুল ইসলাম,
সহ-যুগ্ম আহ্বায়ক মো. আসিফ
ও দি রেড জুলাইয়ের সদস্য মাহিন।
নিজস্ব সংবাদদাতা,বোয়ালখালী 








