বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ইসহাক চৌধুরী ও সাবেক সদস্য হামিদুল মান্নানের নেতৃত্বে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছেন কর্মী-সমর্থকরা।
শনিবার (২৯ নভেম্বর) বিকেলে বিএনপি মনোনীত চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহর পক্ষে পোপাদিয়া ইশ্বরভুট্টের বাজার থেকে শুরু করে সৈয়দপুর গুরুস্তানের টেক,আকুবদন্ডী ব্যাগেরটেক,নুরুল হকের টেক এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় সড়কে, হাটে-বাজারে ও বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মাঝে ধানের ভোট চেয়ে লিফলেট বিতরণ করা হয়।
এতে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা এস এম সেলিম, ইকবাল পাশা, আকতার আলম ছোটন, এস এম আকতার, মো. জসিম, মো. মোরশেদ, বকতেয়ার, আবদুল মান্নান, মো. নুরুল্লাহ, মো. বাহারসহ পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দও দক্ষিণ জেলা ছাত্রদল নেতা জিয়াউল হক জুনায়েদ।
নিজস্ব সংবাদদাতা,বোয়ালখালী 








