বোয়ালখালীর হাওলা কুতুবিয়া সিনিয়র আলিম মাদরাসায় সোমবার (১৫ সেপ্টেম্বর) আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাদরাসার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে এবং উপাধ্যক্ষ মাওলানা সোহাইল উদ্দিন আনসারীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলার ফয়জুল বারী ফাযিল (ডিগ্রি) মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মদ খলিলুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এস.এম মোদাচ্ছের। এ ছাড়াও মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এসময় বক্তারা বলেন, ছাত্রছাত্রীদের জ্ঞান ও নৈতিক উন্নয়নের জন্য মাদ্রাসা শিক্ষায় এ ধরনের অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা আগামী দিনের সমাজের দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠবে।
<শেষে দেশ ও জাতির অগ্রগতি, কল্যাণ ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।