নিজস্ব প্রতিবেদক, বোয়ালখালী:
জুলাই-আগস্ট মাসে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত রাজনৈতিক সহিংসতায় নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেছে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রদল।
শনিবার (১৯ জুলাই) বিকেলে কলেজ ক্যাম্পাসের এবাদতখানায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি মোজাম্মেল হক রিংকু,কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. জাহেদুল ইসলাম, সহ-সভাপতি ইমরান, সহ-সাংগঠনিক সম্পাদক সানাউল হক সামির, সদস্য আহাদ, মাশরাফি, জিতু ও অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
মাহফিলে বক্তারা বলেন, শহীদদের রক্ত কখনো বৃথা যাবে না। শহীদদের ত্যাগ থেকে প্রেরণা নিয়েই আগামী দিনের আন্দোলন সংগ্রামে ছাত্রদল অগ্রণী ভূমিকা রাখবে।