বোয়ালখালী,চট্টগ্রাম ::বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের বোয়ালখালীতে দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে
দক্ষিণ ধোরলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উৎপল চৌধুরী (৫০)নিহত হয়েছেন।
১০ অক্টোবর, সোমবার দুপুর পৌণে একটার দিকে উপজেলার কানুনগোপাড়া ডিসি সড়কের বাদুড়তলা এলাকায় এ দূর্ঘটনা ঘটেছে।
এসময় আহত জাহানারা বেগমকে(৬০) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ(চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা গেছে।
নিহত উৎপল চৌধুরী পূর্বগোমদণ্ডী অবর্ণ চৌধুরী উকিলের বাড়ির মৃত বাবুল চৌধুরীর ছেলে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা.কান্তা অধিকারী জানান, উৎপল চৌধুরীকে হাসপাতালে আনা হলে মৃত ঘোষণা করা হয়েছে। আহত জাহানারা বেগমকে চমেক হাসাপাতালে স্থানান্তর করা হয়েছে।
বার্তা কক্ষ :: 









