ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ই-পেপার দেখুন

৮দিন পর সচল ডেমু ট্রেন

চট্টগ্রাম- দোহাজারী রুটে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ডেমু ট্রেনটি ৮দিন পর সচল হয়েছে। এতে ভোগান্তিতে পড়া যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

গতকাল সোমবার ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে এই রুটে ডেমু ট্রেনটি চলাচল করছে বলে জানিয়েছেন গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার অনুপম দে।
তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচলরত ডেমু ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিলো। ত্রুটি সারানোর পর ট্রেনটি চলাচল শুরু করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এই রুটে ডেমু ট্রেনটি প্রতিদিন সকাল-সন্ধ্যা চারবার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। সকালে চট্টগ্রাম থেকে পটিয়া ও পটিয়া থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার বিকেলে চট্টগ্রাম থেকে দোহাজারী ও সন্ধ্যায় দোহাজারী থেকে চট্টগ্রাম ফিরে আসে।
এর আগে গত ২০২১ সালের ৫ এপ্রিল থেকে এই রুটে চলাচলরত ২ জোড়া যাত্রীবাহী লোকাল ট্রেন ইঞ্জিন সংকটে কারণে বন্ধ হয়ে যায়।
গোমদণ্ডী স্টেশনের যাত্রী মো. কামাল বলেন, ট্রেনটি চালু হওয়ায় ভালো হয়েছে। একেবারে বন্ধ হয়ে গেলে এ অঞ্চলের মানুষের দূর্ভোগের শেষ থাকতো না। ট্রেনে কম খরচে নিরাপদে যাতায়াত করা যায়। অন্যান্য গাড়িতে গেলে ভাড়া অনেক বেশি পড়ে।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

স্মার্ট পৌরসভা গড়তে সকলের সহযোগিতা চায়লেন পৌরমেয়র জহুর 

৮দিন পর সচল ডেমু ট্রেন

আপডেট সময় ০৪:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রাম- দোহাজারী রুটে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া ডেমু ট্রেনটি ৮দিন পর সচল হয়েছে। এতে ভোগান্তিতে পড়া যাত্রীদের মাঝে ফিরে এসেছে স্বস্তি।

গতকাল সোমবার ১৯ সেপ্টেম্বর বিকেল থেকে এই রুটে ডেমু ট্রেনটি চলাচল করছে বলে জানিয়েছেন গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাষ্টার অনুপম দে।
তিনি বলেন, গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম-দোহাজারী রুটে চলাচলরত ডেমু ট্রেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিলো। ত্রুটি সারানোর পর ট্রেনটি চলাচল শুরু করেছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, দক্ষিণ চট্টগ্রামের এই রুটে ডেমু ট্রেনটি প্রতিদিন সকাল-সন্ধ্যা চারবার যাত্রী নিয়ে আসা যাওয়া করে। সকালে চট্টগ্রাম থেকে পটিয়া ও পটিয়া থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে ছেড়ে যায়। আবার বিকেলে চট্টগ্রাম থেকে দোহাজারী ও সন্ধ্যায় দোহাজারী থেকে চট্টগ্রাম ফিরে আসে।
এর আগে গত ২০২১ সালের ৫ এপ্রিল থেকে এই রুটে চলাচলরত ২ জোড়া যাত্রীবাহী লোকাল ট্রেন ইঞ্জিন সংকটে কারণে বন্ধ হয়ে যায়।
গোমদণ্ডী স্টেশনের যাত্রী মো. কামাল বলেন, ট্রেনটি চালু হওয়ায় ভালো হয়েছে। একেবারে বন্ধ হয়ে গেলে এ অঞ্চলের মানুষের দূর্ভোগের শেষ থাকতো না। ট্রেনে কম খরচে নিরাপদে যাতায়াত করা যায়। অন্যান্য গাড়িতে গেলে ভাড়া অনেক বেশি পড়ে।