দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান বলেছেন, এদেশের গণতন্ত্র, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় ৪৭ বছর ধরে লড়াই করে আসছে বিএনপি। এজন্য বারবার পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হয়েছে।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বোয়ালখালীর পূর্ব কালুরঘাট চত্বরে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপিকে নিয়ে এখনো ষড়যন্ত্র হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা তার দলবল নিয়ে পালিয়ে যাবার পর দেশ পুনর্গঠনের পরিবর্তে একটি গোষ্ঠী বিপ্লবের নাম দিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, তদবির বাণিজ্যসহ কুকর্মে লিপ্ত রয়েছে। ৭১ এর স্বাধীনতা বিরোধীরা আজ পিআর পদ্ধতি চাইছে। আমরা পিআর পদ্ধতি চায় না। ফেব্রুয়ারিতে নির্বাচনের যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তা বাস্তবায়ন করতে হবে।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে এ সভায় প্রধান বক্তা ছিলেন পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো.ইউছুপ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, পৌর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক এএম কামাল উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ মামুন, ইলিয়াস চৌধুরী, সৈয়দ মোজাম্মেল হক, রফিকুল ইসলাম ইউনুস, কাজী কামাল, মফিজুর রহমান, শামসুল আলম, দিদার আলম, খোরশেদ আলম। উপস্থিত ছিলেন হাজী জামাল হোসেন চৌধুরী, জাহাঙ্গীর মাষ্টার, মনজুর হোসেন, হাচি মিয়া, হারুন চৌধুরী, জানে আল, হাজী মোহাম্মদ মুছা, দুলু মেম্বার, আরফাত চৌধুরী, আজগর, মো. জাফর, ইসমাইল, আবদুর রহীম, রাশেদ, সোহেল চৌধুরী কালু, আবুল মনছুর, রিয়াজ, যুবদল নেতা জহিরুল ইসলাম রাসেল, মোহাম্মদ জাহাঙ্গীর, ছাত্র দল নেতা মো. ফয়সাল, সেস্বসেবক দলের মোরশেদ আলম, শ্রমিক দলের হারুন, মো. সাইফুল রেজা প্রমুখ।
সভা শেষে উপজেলা, পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।