ঢাকা ০৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ০৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo “লাখ লাখ বেকার সৃষ্টির জন্য আওয়ামী লীগ সরকার দায়ী: মোস্তাক খান” Logo “মাদকমুক্ত সমাজ গড়তে স্কুল পর্যায়ে খেলাধুলার ওপর জোর দিচ্ছে বিএনপি:মীর হেলাল” Logo অস্ত্র, মাদক ও চাঁদাবাজির অভিযোগে বোয়ালখালীতে ৪ জন আটক Logo বোয়ালখালীতে আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ Logo বোয়ালখালীতে বল বাড়িতে ডাকাতি, যুবক আহত Logo ব্যাটারিরিকশা বিরোধী অভিযানে উত্তপ্ত চট্টগ্রামের বাহির সিগন্যাল ও কাপ্তাই রাস্তার মাথা। Logo বোয়ালখালীতে আউশ আবাদে প্রণোদনা পেলেন ৩০০ কৃষক Logo বৈলতলী গাজী মো.শরিফ (রহ.) মাদ্রাসার আহবায়ক কমিটি গঠিত Logo বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হনুমান উদ্ধার Logo চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় নগদ টাকা ও স্বর্ণ ছিনতাই
ই-পেপার দেখুন

চকরিয়ার গায়ক চট্টগ্রাম শহরে এসে করেন চুরি

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০১:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
  • ৯০৩ বার পঠিত

গভীর রাতে কক্সবাজারের চকরিয়া থেকে বাসে ওঠেন তাঁরা। ভোরে চট্টগ্রাম শহরে নেমে অলিগলি খুঁজতে থাকেন কোন বাসায় চুরি করা যায়। লক্ষ্য নির্ধারণ হলে সংশ্লিষ্ট বাসায় ঢুকে চুরি করে আবার সকালে ফিরে যান চকরিয়ায়।

রোববার (১৩ ডিসেম্বর) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পর পুলিশ এসব তথ্য জানতে পারে। গ্রেফতারকৃত তিনজন হলেন, তৌহিদুল ইসলাম (১৮), ছোটন মিয়া (১৮) ও সাইফুল ইসলাম (২৬)। তাদের সবার বাড়ি চকরিয়া উপজেলার মধ্যম কোণাখালী গ্রামে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, তৌহিদ চুরির ঘটনাকে আড়াল করতে নিজেকে আঞ্চলিক গানের শিল্পী পরিচয় দিতেন। ইউটিউবে তাঁর বিভিন্ন ‘স্টেজ প্রোগ্রামের’ ভিডিও আপলোড করা আছে। যাতে সহজে কেউ তাঁকে সন্দেহ করতে না পারে। গত দুই বছরে সহযোগীদের নিয়ে নগরীর ৪০ টির বেশি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তৌহিদ।

ওসি কামরুজ্জামান আরও বলেন, সম্প্রতি নগরীর হালিশহরে এক বাসায় চুরির ঘটনায় দুই চোরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে গত ৯ নভেম্বর বায়েজিদ বোস্তামীর গুলবাগ আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমানের বাসা থেকে মুঠোফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় জড়িতদের তথ্য পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে চুরি করা ল্যাপটপও উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, বাসা থেকে ল্যাপটপ ও দুটি আই ফোন চুরির অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করেছিলেন মাহবুব।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

“লাখ লাখ বেকার সৃষ্টির জন্য আওয়ামী লীগ সরকার দায়ী: মোস্তাক খান”

চকরিয়ার গায়ক চট্টগ্রাম শহরে এসে করেন চুরি

আপডেট সময় ০১:২৭:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১

গভীর রাতে কক্সবাজারের চকরিয়া থেকে বাসে ওঠেন তাঁরা। ভোরে চট্টগ্রাম শহরে নেমে অলিগলি খুঁজতে থাকেন কোন বাসায় চুরি করা যায়। লক্ষ্য নির্ধারণ হলে সংশ্লিষ্ট বাসায় ঢুকে চুরি করে আবার সকালে ফিরে যান চকরিয়ায়।

রোববার (১৩ ডিসেম্বর) নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতারের পর পুলিশ এসব তথ্য জানতে পারে। গ্রেফতারকৃত তিনজন হলেন, তৌহিদুল ইসলাম (১৮), ছোটন মিয়া (১৮) ও সাইফুল ইসলাম (২৬)। তাদের সবার বাড়ি চকরিয়া উপজেলার মধ্যম কোণাখালী গ্রামে।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বলেন, তৌহিদ চুরির ঘটনাকে আড়াল করতে নিজেকে আঞ্চলিক গানের শিল্পী পরিচয় দিতেন। ইউটিউবে তাঁর বিভিন্ন ‘স্টেজ প্রোগ্রামের’ ভিডিও আপলোড করা আছে। যাতে সহজে কেউ তাঁকে সন্দেহ করতে না পারে। গত দুই বছরে সহযোগীদের নিয়ে নগরীর ৪০ টির বেশি চুরির ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন তৌহিদ।

ওসি কামরুজ্জামান আরও বলেন, সম্প্রতি নগরীর হালিশহরে এক বাসায় চুরির ঘটনায় দুই চোরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে গত ৯ নভেম্বর বায়েজিদ বোস্তামীর গুলবাগ আবাসিক এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাহবুবুর রহমানের বাসা থেকে মুঠোফোন ও ল্যাপটপ চুরির ঘটনায় জড়িতদের তথ্য পাওয়া যায়। পরে তাদের কাছ থেকে চুরি করা ল্যাপটপও উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, বাসা থেকে ল্যাপটপ ও দুটি আই ফোন চুরির অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে থানায় মামলা করেছিলেন মাহবুব।