
চট্টগ্রাম বোয়ালখালীতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবসহ মো. সাজ্জাদ হোসেন হিরু (৪৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী।
রবিবার (১০ আগস্ট) বিকাল ৩টার দিকে উপজেলার পূর্ব কালুরঘাট এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।
সাজ্জাদ হোসেন হিরু পটিয়া উপজেলার খলিল রহমানের ছেলে।
এ অভিযানে নেতৃত্ব দেন বোয়ালখালী সেনা ক্যাম্প কমান্ডার মেজর মো.রাসেল।
তিনি জানান, বোয়ালখালী পৌরসভার পূর্ব কালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন হিরুকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে প্লাস্টিকের পলিথিন মোড়ানো হলুদ রঙের ১ হাজার পিস পাওয়া যায়। এছাড়া একটি মোটর সাইকেল ও একটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। তাকে বোয়ালখালী থানায় হস্তান্তর করা হয়েছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.