সৌদি আরব এখন শুধুই পেশাগত গন্তব্য নয়—এবার স্থায়ী আবাস হিসেবেও দেশটিকে বেছে নিয়েছেন পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, পরিবারসহ তিনি জীবনের বাকি সময়টুকু সৌদি আরবেই কাটাতে চান।
আল নাসর ফুটবল ক্লাবের পক্ষ থেকে প্রকাশিত একটি অফিসিয়াল ভিডিও বার্তায় তিনি এমন বক্তব্য প্রদান করেন । এটি মূলত একটি প্রোমোশনাল ভিডিও যেখানে রোনালদো সৌদি আরবে বসবাসের অভিজ্ঞতা, পরিবেশ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন।
রোনালদোর এই বক্তব্যের ভিডিওটি প্রথম প্রকাশ পায় তার ক্লাব Al Nassr-এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। পরে এটি প্রতিবেদন আকারে TNN English, Times of India, Gulf News,The Saudi Expats, সহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিবেদন আকারে প্রকাশ করে।
ভিডিওটিতে রোনালদো বলেন: "সৌদি আরব একটি নিরাপদ ও শান্তিপূর্ণ দেশ। আমি ও আমার পরিবার এখানে নিজেদের ঘরের মতো অনুভব করি। এখানেই আমরা আমাদের জীবন গড়ে তুলতে চাই।"
"আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তের পক্ষে থাকে। এখানকার আতিথেয়তা ও পরিবেশ আমাদের মুগ্ধ করেছে।"
আল নাসরের সঙ্গে রোনালদোর চুক্তি সম্প্রতি ২০২৭ সাল পর্যন্ত নবায়ন করা হয়েছে, যা এই বক্তব্যকে আরও গুরুত্বপূর্ণ করে তোলে।
রোনালদোর এই ঘোষণাকে সৌদি আরবের জন্য কৌশলগত বিজয় হিসেবে দেখা হচ্ছে। শুধু ফুটবল নয়—সামগ্রিকভাবে সৌদি সংস্কৃতি ও বৈশ্বিক অবস্থানকে ইতিবাচকভাবে তুলে ধরতে এই বার্তা উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.