বোয়ালখালী উপজেলার সারোয়াতলী দেশবন্ধু সংসদে বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা সেবা নিয়েছেন হাজারো রোগী।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ।
দেশবন্ধু সংসদ শারদ উৎসব ও প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে বিনামূল্যে এ চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজন করে।
এতে ছিলেন নবজাতক ও শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা.প্রণব কুমার চৌধুরী, নাক-কান-গলা বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা.পংকজ কুমার চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ফ্যাকো ও ল্যাসিক সার্জন অধ্যাপক ডা. ডা.প্রকাশ কুমার চৌধুরী, মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ সহকারী অধ্যাপক ডা.সীমান্ত ওয়াদ্দাদার, চর্ম-যৌন-এলার্জি রোগ বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা. রাজশ্রী চৌধুরী, প্রসূতি ও স্ত্রীরোগ চিকিৎসক ডা.সুলেখা চৌধুরী, ডা.জয়ন্তী সরকার, অর্থোপেডিক বিশেষজ্ঞ কনসালটেন্ট ডা.রাজর্ষি নাগ, জুনিয়র কনসালটেন্ট রানা দে, ডা.তাসিন মুহাম্মদ রেসাদ ও ডা.পরমোজ্জ্বল চৌধুরী।
ক্যাম্পে ফুল, উত্তরীয়বস্ত্র ও ক্রেষ্ট দিয়ে চিকিৎসকবৃন্দকে সম্মাননা প্রদান করা হয়।
এ চিকিৎসা ক্যাম্পে সেবা নিতে সকাল থেকেই রোগীর ভীড় জমে। এ আয়োজনে সেবাগ্রহীতারা খুশি। তারা জানান, গ্রামের মানুষ তাদেরই কৃতি সন্তানদের কাছ থেকে চিকিৎসা সেবা নিতে পেরে আনন্দিত।
মেডিসিন ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা.সীমান্ত ওয়াদ্দাদার বলেন, দেশবন্ধু সংসদের ৭৫ বছরপূর্তি উপলক্ষে গ্রামের মানুষ বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেয়েছেন। এ দেশবন্ধু সংসদ মানবতার কল্যাণে কাজ করে আরও অনেক দূর এগিয়ে যাক ।
অধ্যাপক ডা.প্রণব কুমার চৌধুরী বলেন, জননী ও জন্মভূমি স্বর্গ চেয়েও শ্রেষ্ঠ। তাই নিজ গ্রামের মানুষের পাশের থাকার মতো আনন্দ আর কোথাও পাওয়া যায় না।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.