চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ ওয়াসিমের স্মরণে আসন্ন ছাত্র সমাবেশ সফল করতে প্রস্তুতি সভা করেছে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল।
সোমবার (১৪ জুলাই) দুপুর ৩টায় কর্ণফুলী মেঘা কনভেনশন হলে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব কামরুদ্দীন সবুজ।
প্রস্তুতি সভায় বক্তারা বলেন, শহীদ ওয়াসিম ছাত্র আন্দোলনের এক উজ্জ্বল নক্ষত্র। তার স্মরণে আয়োজিত এই ছাত্র সমাবেশ ছাত্র রাজনীতিতে নতুন বার্তা দেবে। নেতারা বলেন, ১৬ জুলাই চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে বিশাল উপস্থিতি নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. ফিরোজ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সাজ্জাদ, আব্দুস সবুর, এস এম নয়ন, রাশেদ উদ্দীন, শাহাদাত হোসেন, ফরহাদুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়া বিভিন্ন উপজেলার নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন কলেজ ছাত্রদলের নেতারাও এতে অংশ নেন।
উল্লেখযোগ্যদের মধ্যে ছিলেন স্যার আশুতোষ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি কামাল হাসান রকি, সিরাজুল ইসলাম কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহেদ, নুরুল হক কলেজের সভাপতি এরশাদ আলম, কর্ণফুলী কলেজের সভাপতি আব্দুল মোনায়েম ও সম্পাদক সাকিব, পটিয়া সরকারি কলেজের সভাপতি মারুফ আব্দুল্লাহ ও সম্পাদক আজিম উদ্দীন, আনোয়ারা কলেজ ছাত্রদলের সম্পাদক হাশেম, হুলাইন কলেজের সভাপতি ইমরান হোসেন তুষার, গাছবাড়িয়া কলেজের সভাপতি শোয়াইব ও সম্পাদক আশিক উল্লাহ, বার আউলিয়া কলেজের সভাপতি মিনহাজ ও সম্পাদক ইমন, মোস্তাফিজুর রহমান কলেজের সভাপতি সালমান এইচ রহমান, বরমা কলেজের সভাপতি সোহান ও সম্পাদক ইরফান, অলি আহমদ ডিগ্রি কলেজের সভাপতি মাইনুদ্দীন হাসিব ও সম্পাদক সাইফুল, বেঙ্গুরা সিনিয়র ফাজিল মাদ্রাসার সভাপতি কলিমউদ্দীন ও সম্পাদক জসিম উদ্দীন, আল হেলাল ডিগ্রি কলেজের সভাপতি মুজিবুল হক সোহাগ ও সম্পাদক মোর্শেদ, সরকারি আলাওল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিনহাজ, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জাহেদ হাসান তারেক।
সভা শেষে ১৬ জুলাইয়ের ছাত্র সমাবেশে সর্বাত্মক অংশগ্রহণ ও সফল করতে সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানানো হয়।