ঢাকা ১১:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ই-পেপার দেখুন

মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে সি.এম.পির রুট ম্যাপ।

  • বার্তা কক্ষ ::
  • আপডেট সময় ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২
  • ৭৮০ বার পঠিত

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৪/১২/২০২২খ্রিঃ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম মহানগর সফর করবেন। তাঁর সফরকালীন নগরীর এমএ আজিজ স্টেডিয়াম হতে রেডিসন গোলচত্বর, ইস্পাহানী মোড়, টাইগারপাস হয়ে পলোগ্রাউন্ড সমাবেশস্থল এবং পলোগ্রাউন্ড মাঠ হতে টাইগারপাস, ইস্পাহানি মোড়, রেডিসন গোলচত্বর হয়ে এম এ আজিজ স্টেডিয়াম পর্যন্ত সড়কে ভিভিআইপিসহ সমাবেশস্থলে আগত ভিআইপিদের গমনাগমনের সুবিধার্থে আগামী ০৪/১২/২০২২খ্রিঃ তারিখ সকাল ০৮.০০ ঘটিকা হতে উক্ত সফর শেষ না হওয়া পর্যন্ত ভিভিআইপি গমনাগমন রুটসহ নগরীর বিভিন্ন স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তাঁর সফরকালীন গমনাগমনের রুট, ভেন্যুসমূহের আশ-পাশের রাস্তা, রোড ব্লক/ডাইভারশন পয়েন্টসমূহ ও ড্রপিং জোন এবং সমাবেশে আগত ছোট-বড় গাড়ির পার্কিং স্থান নিধারণসহ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষে সিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক নিম্নোক্ত পদক্ষেপ সমূহ গ্রহণ করা হয়েছেঃ

** রোড ব্লক ও ডাইভারশন পয়েন্ট সমূহ :- নগরীর ১) হাই লেভেল রোড ২) ওয়াসার মোড় ৩) জমিয়াতুল ফালাহ্ পশ্চিম গেইট ইউর্টান ৪) লালখান বাজার ফ্লাইওভারের নামার মুখ ৫) আলমাস মোড় ৬) চানমারি রোড ৭) ম্যাজিষ্ট্রেট কলোনী রোডের মুখ ৮) সিটি কর্পোরেশন অফিস গলির উভয় মুখ ০৯) দেওয়ানহাট ব্রীজের মুখ ১০) টাইগারপাস মোড় ১১) আমবাগান রেলক্রসিং ১২) কাজীর দেউড়ী ১৩) নেভাল এভিনিউ ১৪) ইঞ্জিনিয়ার ইনিষ্টিটিউট ১৫) রেলওয়ে অফিসার্স কলোনী মসজিদ ১৬) কুক আউট রেষ্টুরেন্ট ১৭) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১৮) কাঠের বাংলো ১৯) ফ্রান্সিস রোড ২০) আটমার্সিং ২১) এনায়েত বাজার ২২) পুরাতন রেল স্টেশন ২৩) কদমতলী মোড় ২৪) নিউ মার্কেট মোড় ২৫) সিটি কলেজ মোড় ২৬)
ব্রীজ ঘাট(অভয়মিত্র ঘাট) ২৭) নতুন ব্রীজ (মেরিন ড্রাইভ রোডের মুখ) ২৮) আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠার মূখ (বেবী সুপার মার্কেট) ২৯) ষোলশহর ২নং গেইট পুলিশ বক্সের সামনে ৩০) ফ্লাইওভারে উঠার মুখ (এন মোহাম্মদ মুরাদপুর) ৩১) পেনিনসুলা হোটেলের সামনে ৩২) শহীদ শাহজাহান মাঠের সামনে (আমবাগান রোড) ৩৩) পাঞ্জাবি লেইনের মুখ (জাকির হোসেন রোড) ৩৪) আগ্রাবাদ বাদামতলী মোড়। এ সকল রুটের মূখে রোড ব্লক স্থাপন ও ডাইভারশন প্রদানের মাধ্যমে ভিভিআইপি গমনাগমনের সময় সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

** সমাবেশে গাড়ি নিয়ে অংশগ্রহণকারীদের জন্যঃ
ড্রপিং পয়েন্টঃ নতুন ব্রীজ গোল চত্বরের পশ্চিম পার্শ্বে, কদমতলী মোড়, ষোলশহর রেল স্টেশনের সামনে রাস্তা, শহীদ শাহজাহান মাঠ ও আগ্রাবাদ বাদামতলী মোড়।
* বীর মুক্তিযোদ্ধাগনের ড্রপিং পয়েন্টঃ শহীদ শাহজাহান মাঠ ও নিউ মার্কেট।
* মাননীয় মন্ত্রী, মেয়র, এমপি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জিওসি- ২৪ পদাতিক ডিভিশন, বিভাগীয় কমিশনার,
পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি মহোদয়গণের ড্রপিং পয়েন্টঃ পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে
(টাইগারপাস হতে সকল গাড়ি উল্টো পথে এসে ড্রপ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়ি ইউর্টান করে কাঠের বাংলো দিয়ে সিআরবিতে চলে যাবে। মাননীয় মন্ত্রী, মেয়র, এমপি, জিওসি- ২৪ পদাতিক ডিভিশন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি মহোদয়গণের গাড়ি সোজা সামনে গিয়ে রেলওয়ে পাবলিক স্কুল মাঠে প্রবেশ করবে )।

পার্কিংঃ
*মাননীয় মন্ত্রী, মেয়র, এমপি, জিওসি- ২৪ পদাতিক ডিভিশন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি মহোদয়ের কার পার্কিংঃ রেলওয়ে পাবলিক স্কুল মাঠ।
* কেন্দ্রীয় নেতৃবৃন্দের কার পার্কিংঃ সিআরবি সাত রাস্তা (এক সারিতে)।
* বীর মুক্তিযোদ্ধাগণের গাড়ি পার্কিংঃ শহীদ শাহজাহান মাঠ ও শুভপুর বাস টার্মিনাল।
* ঊর্ধ্বতন কর্মকর্তাগণের কার পার্কিংঃ পুরাতন রেল স্টেশন ও সিআরবি সাত রাস্তা।
* মহানগর ও জেলা নেতৃবৃন্দের কার পার্কিংঃ জমিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠ, পুরাতন রেল স্টেশন ও প্যারেড গ্রাউন্ড।
* নেতৃবৃন্দের মাইক্রোবাস পার্কিংঃ প্যারেড গ্রাউন্ড (চকবাজার)।
* বাস পার্কিংঃ নতুন ব্রীজ হতে কালামিয়া বাজার এক্সেস রোড, শুভপুর টার্মিনাল, ফরেস্ট গেইট (বন গবেষণা উচ্চ বিদ্যালয় মাঠ), বহদ্দারহাট টার্মিনাল, শহীদ শাহজাহান মাঠ (আমবাগান রোড), আগ্রাবাদ এক্সেস রোড ও অলংকার আলিফ গলি।
* মিডিয়া কার পার্কিংঃ জমিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠ।
*** আগামী ০৪/১২/২০২২খ্রিঃ তারিখে সকাল ০৮.০০ ঘটিকা হতে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত আন্তঃ জেলা যাত্রীবাহী এসি/নন-এসি বাস শহরের ভিতরে প্রবেশ করতে পারবেনা।

মাননীয় প্রধানমন্ত্রী’র সফর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের নিমিত্তে উল্লেখিত নির্দেশনা সকল প্রকার যানবাহনের চালক, যাত্রী সাধারণ ও সমাবেশে অংশগ্রহণকারী সকলকে যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং সিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছে।

:: প্রেস বিজ্ঞপ্তি::

ট্যাগস :

আপনার মতামত লিখুন

স্মার্ট পৌরসভা গড়তে সকলের সহযোগিতা চায়লেন পৌরমেয়র জহুর 

মাননীয় প্রধানমন্ত্রীর আগমনে সি.এম.পির রুট ম্যাপ।

আপডেট সময় ০৫:৫৯:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩ ডিসেম্বর ২০২২

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ০৪/১২/২০২২খ্রিঃ তারিখ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম মহানগর সফর করবেন। তাঁর সফরকালীন নগরীর এমএ আজিজ স্টেডিয়াম হতে রেডিসন গোলচত্বর, ইস্পাহানী মোড়, টাইগারপাস হয়ে পলোগ্রাউন্ড সমাবেশস্থল এবং পলোগ্রাউন্ড মাঠ হতে টাইগারপাস, ইস্পাহানি মোড়, রেডিসন গোলচত্বর হয়ে এম এ আজিজ স্টেডিয়াম পর্যন্ত সড়কে ভিভিআইপিসহ সমাবেশস্থলে আগত ভিআইপিদের গমনাগমনের সুবিধার্থে আগামী ০৪/১২/২০২২খ্রিঃ তারিখ সকাল ০৮.০০ ঘটিকা হতে উক্ত সফর শেষ না হওয়া পর্যন্ত ভিভিআইপি গমনাগমন রুটসহ নগরীর বিভিন্ন স্থানে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তাঁর সফরকালীন গমনাগমনের রুট, ভেন্যুসমূহের আশ-পাশের রাস্তা, রোড ব্লক/ডাইভারশন পয়েন্টসমূহ ও ড্রপিং জোন এবং সমাবেশে আগত ছোট-বড় গাড়ির পার্কিং স্থান নিধারণসহ সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনার লক্ষে সিএমপি’র ট্রাফিক বিভাগ কর্তৃক নিম্নোক্ত পদক্ষেপ সমূহ গ্রহণ করা হয়েছেঃ

** রোড ব্লক ও ডাইভারশন পয়েন্ট সমূহ :- নগরীর ১) হাই লেভেল রোড ২) ওয়াসার মোড় ৩) জমিয়াতুল ফালাহ্ পশ্চিম গেইট ইউর্টান ৪) লালখান বাজার ফ্লাইওভারের নামার মুখ ৫) আলমাস মোড় ৬) চানমারি রোড ৭) ম্যাজিষ্ট্রেট কলোনী রোডের মুখ ৮) সিটি কর্পোরেশন অফিস গলির উভয় মুখ ০৯) দেওয়ানহাট ব্রীজের মুখ ১০) টাইগারপাস মোড় ১১) আমবাগান রেলক্রসিং ১২) কাজীর দেউড়ী ১৩) নেভাল এভিনিউ ১৪) ইঞ্জিনিয়ার ইনিষ্টিটিউট ১৫) রেলওয়ে অফিসার্স কলোনী মসজিদ ১৬) কুক আউট রেষ্টুরেন্ট ১৭) উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১৮) কাঠের বাংলো ১৯) ফ্রান্সিস রোড ২০) আটমার্সিং ২১) এনায়েত বাজার ২২) পুরাতন রেল স্টেশন ২৩) কদমতলী মোড় ২৪) নিউ মার্কেট মোড় ২৫) সিটি কলেজ মোড় ২৬)
ব্রীজ ঘাট(অভয়মিত্র ঘাট) ২৭) নতুন ব্রীজ (মেরিন ড্রাইভ রোডের মুখ) ২৮) আখতারুজ্জামান ফ্লাইওভারে উঠার মূখ (বেবী সুপার মার্কেট) ২৯) ষোলশহর ২নং গেইট পুলিশ বক্সের সামনে ৩০) ফ্লাইওভারে উঠার মুখ (এন মোহাম্মদ মুরাদপুর) ৩১) পেনিনসুলা হোটেলের সামনে ৩২) শহীদ শাহজাহান মাঠের সামনে (আমবাগান রোড) ৩৩) পাঞ্জাবি লেইনের মুখ (জাকির হোসেন রোড) ৩৪) আগ্রাবাদ বাদামতলী মোড়। এ সকল রুটের মূখে রোড ব্লক স্থাপন ও ডাইভারশন প্রদানের মাধ্যমে ভিভিআইপি গমনাগমনের সময় সকল ধরণের যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

** সমাবেশে গাড়ি নিয়ে অংশগ্রহণকারীদের জন্যঃ
ড্রপিং পয়েন্টঃ নতুন ব্রীজ গোল চত্বরের পশ্চিম পার্শ্বে, কদমতলী মোড়, ষোলশহর রেল স্টেশনের সামনে রাস্তা, শহীদ শাহজাহান মাঠ ও আগ্রাবাদ বাদামতলী মোড়।
* বীর মুক্তিযোদ্ধাগনের ড্রপিং পয়েন্টঃ শহীদ শাহজাহান মাঠ ও নিউ মার্কেট।
* মাননীয় মন্ত্রী, মেয়র, এমপি, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জিওসি- ২৪ পদাতিক ডিভিশন, বিভাগীয় কমিশনার,
পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি মহোদয়গণের ড্রপিং পয়েন্টঃ পলোগ্রাউন্ড বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে
(টাইগারপাস হতে সকল গাড়ি উল্টো পথে এসে ড্রপ করে কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়ি ইউর্টান করে কাঠের বাংলো দিয়ে সিআরবিতে চলে যাবে। মাননীয় মন্ত্রী, মেয়র, এমপি, জিওসি- ২৪ পদাতিক ডিভিশন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি মহোদয়গণের গাড়ি সোজা সামনে গিয়ে রেলওয়ে পাবলিক স্কুল মাঠে প্রবেশ করবে )।

পার্কিংঃ
*মাননীয় মন্ত্রী, মেয়র, এমপি, জিওসি- ২৪ পদাতিক ডিভিশন, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজি মহোদয়ের কার পার্কিংঃ রেলওয়ে পাবলিক স্কুল মাঠ।
* কেন্দ্রীয় নেতৃবৃন্দের কার পার্কিংঃ সিআরবি সাত রাস্তা (এক সারিতে)।
* বীর মুক্তিযোদ্ধাগণের গাড়ি পার্কিংঃ শহীদ শাহজাহান মাঠ ও শুভপুর বাস টার্মিনাল।
* ঊর্ধ্বতন কর্মকর্তাগণের কার পার্কিংঃ পুরাতন রেল স্টেশন ও সিআরবি সাত রাস্তা।
* মহানগর ও জেলা নেতৃবৃন্দের কার পার্কিংঃ জমিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠ, পুরাতন রেল স্টেশন ও প্যারেড গ্রাউন্ড।
* নেতৃবৃন্দের মাইক্রোবাস পার্কিংঃ প্যারেড গ্রাউন্ড (চকবাজার)।
* বাস পার্কিংঃ নতুন ব্রীজ হতে কালামিয়া বাজার এক্সেস রোড, শুভপুর টার্মিনাল, ফরেস্ট গেইট (বন গবেষণা উচ্চ বিদ্যালয় মাঠ), বহদ্দারহাট টার্মিনাল, শহীদ শাহজাহান মাঠ (আমবাগান রোড), আগ্রাবাদ এক্সেস রোড ও অলংকার আলিফ গলি।
* মিডিয়া কার পার্কিংঃ জমিয়াতুল ফালাহ্ মসজিদ মাঠ।
*** আগামী ০৪/১২/২০২২খ্রিঃ তারিখে সকাল ০৮.০০ ঘটিকা হতে রাত ০৮.০০ ঘটিকা পর্যন্ত আন্তঃ জেলা যাত্রীবাহী এসি/নন-এসি বাস শহরের ভিতরে প্রবেশ করতে পারবেনা।

মাননীয় প্রধানমন্ত্রী’র সফর সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের নিমিত্তে উল্লেখিত নির্দেশনা সকল প্রকার যানবাহনের চালক, যাত্রী সাধারণ ও সমাবেশে অংশগ্রহণকারী সকলকে যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে এবং সিএমপির ট্রাফিক বিভাগ নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছে।

:: প্রেস বিজ্ঞপ্তি::