বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সিদ্ধান্তানুযায়ী বর্তমান কমিটি মেযঅদ উত্তীর্ণ হওয়ায় হাজী শফিউল আলমকে সভাপতি এবং এস এম জাকারিয়াকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য ৬৯ সদস্য বিশিষ্ট বোয়ালখালী পৌরসভা কমিটি অনুমোদন দেওয়া হয়। (রবিবার) ২৭ মার্চ বিকেলে গণমাধ্যমে প্রেরিত বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহাদাত হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে হাজী শফিউল আলমকে সভাপতি এবং এস এম জাকারিয়াকে সাধারণ সম্পাদক করে পৌরসভা আওয়ামীলীগের কমিটি ঘোষিত হওয়ায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, সেবামুলক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষথেকে নতুন কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানানো হয় এবং ঘোষিত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের নেতৃত্বে ঝিমিয়ে পড়া পৌরসভা এলাকায় আওয়ামীলীগের সাংগঠনিক কাঠামো মজবুত করা হবে আশাবাদ ব্যক্ত করেন তৃণমুল আওয়ামীলীগের কর্মীরা।
সর্বোচ্চ দিয়ে পৌরসভা এলাকায় আওয়ামীলীগের ভীত মজবুত করা হবে এবং নেতাকর্মিদের মাঠে ফিরিয়ে এনে আগামীদিনের আন্দোলন সংগ্রামে কর্মিদের মাঝে চাঙ্গাভাব ফিরিয়ে এনে সংগঠনিক কার্যক্রম গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন নবগঠিত কমিটির সভাপতি জননেতা হাজী শফিউল আলম।
বোয়ালখালী প্রতিনিধি 









