চট্টগ্রামের বোয়ালখালীতে এক স্বর্ণ ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ভাঙচুর করা হয় ওই ব্যবসায়ীর জায়গার গাছ বাঁশ দিয়ে নির্মিত ঘেরা-বেড়া ।
৩০ জুলাই, শনিবার রাত ১১টার দিকে পৌর সদরের পূর্ব গোমদণ্ডী বণিক পাড়ায় এ ঘটনা ঘটেছে। এতে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা চরথাপ্পড় মারেন বলেও অভিযোগ করেন স্বর্ণ ব্যবসায়ী পারিজাত দে।
এ ব্যাপারে জাতীয় জরুরী সেবা নাম্বার ৯৯৯ এ সহায়তা চাইলে বোয়ালখালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় স্থানীয় পিংকু কর ও অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন পারিজাত দে।
পারিজাত দে বলেন, শনিবার রাতে পিংকু কর ভাড়াটে লোকজন নিয়ে ঘেরা-বেড়া ভাঙচুর করতে থাকে। এতে বাধা দিলে প্রাণ মেরে ফেলার হুমকি দেন তিনি। ওই সময় তাদের হাতে দেশিয় ধারালো অস্ত্র এবং আগ্নেয় অস্ত্র ছিলো। ভাঙচুর চালিয়ে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি সাধন করেছে। এ পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে আতঙ্কে রয়েছি।
পিংকু করের সাথে পূর্ব শত্রুতা বা জায়গা জমির বিরোধ নেই বলে জানান পারিজাত দে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করে জানান, পিংকু লোকজন নিয়ে পারিজাতের জায়গার ঘেরা-বেড়া ভেঙে দিয়েছে। কেন এসব করছে বুঝতে পারছি না। স্থানীয় পৌর কাউন্সিলর সুনীল চন্দ্র ঘোষ বলেন, ‘পারিজাত এ ব্যাপারে আমাকে জানিয়েছেন। তবে কি কারণে এ ধরণের ঘটনা ঘটেছে জানি না।’
অভিযুক্ত পিংকু কর বলেন, ‘পারিজাত রংবাজি করছে। ঘেরা-বেড়া ভাঙচুরের বিষয়ে আমি জানি না, মেয়ের বিয়ে নিয়ে ব্যস্ত আছি।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.