বোয়ালখালী উপজেলার সৈয়দপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন পোপাদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মোরর্শেদুল আলম।
গত মঙ্গলবার (৮ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক পত্রে বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যাবলী পরিচালনার জন্য মোহাম্মদ মোরর্শেদুল আলমকে সভাপতি করে ৪ সদস্য বিশিষ্ট এডহক কমিটির অনুমোদন দিয়েছেন।
এ কমিটিতে শিক্ষক প্রতিনিধি রনজিত কুমার ধর, অভিভাবক প্রতিনিধি মোহাম্মদ খালেদ এবং সদস্য সচিব হিসেবে (পদাধিকার বলে) বিদ্যালয়ের প্রধান শিক্ষক দায়িত্ব পালন করবেন।