চট্টগ্রামের বোয়ালখালী সিরাজুল ইসলাম (ডিগ্রি) কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দীন।
প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং প্রধান আলোচক ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন কলেজের বিদ্যোৎসাহী সদস্য মো. শওকত আলম, উপাধ্যক্ষ মোহাম্মদ মোহসীন উদ্দীন, সাংবাদিক সিরাজুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদিকা শাহেদা বেগম, ভর্তি কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইব্রাহীম, মো. জয়নাল আবেদীন, মো. মোরশেদ আনোয়ার, পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক শহিদুল্লাহ চৌধুরী, আবুল হাসেম, পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক সভাপতি আবু আকতার, ছাত্রদলের সাবেক সভাপতি ইমরানুল হক জিকু প্রমুখ।
প্রধান অতিথি এরশাদ উল্লাহ বলেন, “শিক্ষার্থীদের জীবনে সাফল্য অর্জনের জন্য তিনটি গুণ থাকা জরুরি—স্বপ্ন দেখার সাহস, পরিকল্পনা করার দক্ষতা এবং অবিচল অধ্যাবসায়।”
প্রধান আলোচক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেন, “একজন শিক্ষার্থীর মূল লক্ষ্য শুধু ভালো ফলাফল অর্জন নয়, বরং একজন দায়িত্বশীল, নৈতিক ও দক্ষ নাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা।”
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক রাজেন্দ্র লাল দে, প্রভাষক দিলুয়ারা বেগম এ্যানি ও প্রভাষক টুম্পা সেন।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.