ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ০১ নভেম্বর ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ধানের শীষের বিকল্প নেই, নির্বাচনই সময়ের দাবি — মোস্তাক আহমেদ খান Logo আমুচিয়ায় জগদ্ধাত্রী পূজা মণ্ডপ পরিদর্শনে প্যানেল চেয়ারম্যান Logo বোয়ালখালীতে জগদ্বাত্রী পূজা মণ্ডপ পরিদর্শনে মোস্তাক আহমেদ খান Logo পাথরঘাটা ৩৪নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আনন্দ মিছিল: নতুন উদ্দীপনা ও শক্তিশালী সংগঠনের প্রতি অঙ্গীকার Logo নবগঠিত ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ফুলেল শুভেচ্ছা বিনিময় Logo জ্যৈষ্ঠপুরা মন্দিরে অগ্নিসংযোগের ঘটনায় সেনাবাহিনীর অভিযানে যুবক আটক Logo খানক্বাহ-এ-ক্বাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরীয়া সাবেরীয়া’র উদ্বোধন Logo বোয়ালখালীতে গাউসুল আজম দস্তগীর (র.) সংগঠনের প্রস্তুতি সভা Logo স্যার আশুতোষ কলেজ অধ্যক্ষ ড. পার্থ প্রতীম ধরের বিদায় সংবর্ধনা Logo শারদীয় দুর্গোৎসবে দেশবন্ধু সংসদের বিনামূল্যে চিকিৎসা সেবা
ই-পেপার দেখুন

বোয়ালখালী প্যাথলজিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বেসরকারি প্যাথলজি সেন্টারে রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক রোগীর স্বজন বুধবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী মো. কামাল উদ্দিন জানান, তার মেয়ে চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজের ছাত্রী। সম্প্রতি তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে বোয়ালখালী প্যাথলজি সেন্টারে বিভিন্ন পরীক্ষা করাতে নিয়ে যান। সেখানে ক্যাশ কাউন্টারে ১,৮০০ টাকা আদায় করা হয়। অথচ চিকিৎসকের ব্যবস্থাপত্রে ২০ শতাংশ ছাড় দেওয়ার সুপারিশ ছিল।

তিনি বলেন, মূল রশিদে টেস্টের মোট মূল্য ২,০০০ টাকা উল্লেখ করে ২০ শতাংশ ছাড় দেখানো হলেও আদায় করা হয় ১,৮০০ টাকা, যা হিসেবের সঙ্গে সাংঘর্ষিক। প্রতিবাদ জানালে কাউন্টার ইনচার্জ অসৌজন্যমূলক আচরণ করেন এবং বলেন, ‘যেখানে ইচ্ছা অভিযোগ করেন।’

কামাল উদ্দিন অভিযোগ করেন, প্রতিদিন শতাধিক রোগীর কাছ থেকে এভাবে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেন, ‘প্রাইভেট হোক বা সরকারি, কোনো প্রতিষ্ঠানকেই সেবা প্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তদন্ত করা হবে।’

এদিকে, প্যাথলজি সেন্টারের রিসেপশনিস্ট অমল কান্তি দে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রোগী চিকুনগুনিয়া, ডেঙ্গুসহ একাধিক টেস্ট করিয়েছেন। টেস্টগুলোর মধ্যে শুধুমাত্র চিকুনগুনিয়ার ক্ষেত্রে ২০০ টাকা ছাড় দেওয়া হয়। অন্য টেস্টে ছাড়ের সুযোগ ছিল না। তাই তাকে পরামর্শ দেওয়া হয় যেন চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন।’

তবে তিনি আরও বলেন, আমি কখনোই বলিনি ‘যেখানে ইচ্ছা অভিযোগ করেন’— এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

ধানের শীষের বিকল্প নেই, নির্বাচনই সময়ের দাবি — মোস্তাক আহমেদ খান

বোয়ালখালী প্যাথলজিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

আপডেট সময় ১২:৫৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বেসরকারি প্যাথলজি সেন্টারে রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক রোগীর স্বজন বুধবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী মো. কামাল উদ্দিন জানান, তার মেয়ে চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজের ছাত্রী। সম্প্রতি তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে বোয়ালখালী প্যাথলজি সেন্টারে বিভিন্ন পরীক্ষা করাতে নিয়ে যান। সেখানে ক্যাশ কাউন্টারে ১,৮০০ টাকা আদায় করা হয়। অথচ চিকিৎসকের ব্যবস্থাপত্রে ২০ শতাংশ ছাড় দেওয়ার সুপারিশ ছিল।

তিনি বলেন, মূল রশিদে টেস্টের মোট মূল্য ২,০০০ টাকা উল্লেখ করে ২০ শতাংশ ছাড় দেখানো হলেও আদায় করা হয় ১,৮০০ টাকা, যা হিসেবের সঙ্গে সাংঘর্ষিক। প্রতিবাদ জানালে কাউন্টার ইনচার্জ অসৌজন্যমূলক আচরণ করেন এবং বলেন, ‘যেখানে ইচ্ছা অভিযোগ করেন।’

কামাল উদ্দিন অভিযোগ করেন, প্রতিদিন শতাধিক রোগীর কাছ থেকে এভাবে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেন, ‘প্রাইভেট হোক বা সরকারি, কোনো প্রতিষ্ঠানকেই সেবা প্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তদন্ত করা হবে।’

এদিকে, প্যাথলজি সেন্টারের রিসেপশনিস্ট অমল কান্তি দে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রোগী চিকুনগুনিয়া, ডেঙ্গুসহ একাধিক টেস্ট করিয়েছেন। টেস্টগুলোর মধ্যে শুধুমাত্র চিকুনগুনিয়ার ক্ষেত্রে ২০০ টাকা ছাড় দেওয়া হয়। অন্য টেস্টে ছাড়ের সুযোগ ছিল না। তাই তাকে পরামর্শ দেওয়া হয় যেন চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন।’

তবে তিনি আরও বলেন, আমি কখনোই বলিনি ‘যেখানে ইচ্ছা অভিযোগ করেন’— এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।