ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বোয়ালখালীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার Logo বোয়ালখালী প্যাথলজিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ Logo নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে- ইয়াছিন চৌধুরী লিটন Logo চট্টগ্রাম বিমানবন্দরে প্রবাসীর মৃত্যু Logo আমার প্রাণপ্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান: গোমদণ্ডী ইসলামিয়া সিনিয়র মাদ্রসা- গোলাম মোস্তফা Logo সালাহউদ্দিন আহমদকে নিয়ে কটুক্তির প্রতিবাদে বোয়ালখালীতে বিক্ষোভ মিছিল Logo শহীদদের মাগফিরাত কামনায় সিরাজুল ইসলাম কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল Logo বোয়ালখালীতে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo বোয়ালখালীতে এক বছর পর শখের মোবাইল ফিরে পেলেন জান্নাতুন নূর Logo জুলাই শহীদদের স্মরণে বোয়ালখালী কলেজ ক্যাম্পাসের  দেয়ালে শিক্ষার্থীদের গ্রাফিতি
ই-পেপার দেখুন

বোয়ালখালী প্যাথলজিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বেসরকারি প্যাথলজি সেন্টারে রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক রোগীর স্বজন বুধবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী মো. কামাল উদ্দিন জানান, তার মেয়ে চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজের ছাত্রী। সম্প্রতি তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে বোয়ালখালী প্যাথলজি সেন্টারে বিভিন্ন পরীক্ষা করাতে নিয়ে যান। সেখানে ক্যাশ কাউন্টারে ১,৮০০ টাকা আদায় করা হয়। অথচ চিকিৎসকের ব্যবস্থাপত্রে ২০ শতাংশ ছাড় দেওয়ার সুপারিশ ছিল।

তিনি বলেন, মূল রশিদে টেস্টের মোট মূল্য ২,০০০ টাকা উল্লেখ করে ২০ শতাংশ ছাড় দেখানো হলেও আদায় করা হয় ১,৮০০ টাকা, যা হিসেবের সঙ্গে সাংঘর্ষিক। প্রতিবাদ জানালে কাউন্টার ইনচার্জ অসৌজন্যমূলক আচরণ করেন এবং বলেন, ‘যেখানে ইচ্ছা অভিযোগ করেন।’

কামাল উদ্দিন অভিযোগ করেন, প্রতিদিন শতাধিক রোগীর কাছ থেকে এভাবে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেন, ‘প্রাইভেট হোক বা সরকারি, কোনো প্রতিষ্ঠানকেই সেবা প্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তদন্ত করা হবে।’

এদিকে, প্যাথলজি সেন্টারের রিসেপশনিস্ট অমল কান্তি দে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রোগী চিকুনগুনিয়া, ডেঙ্গুসহ একাধিক টেস্ট করিয়েছেন। টেস্টগুলোর মধ্যে শুধুমাত্র চিকুনগুনিয়ার ক্ষেত্রে ২০০ টাকা ছাড় দেওয়া হয়। অন্য টেস্টে ছাড়ের সুযোগ ছিল না। তাই তাকে পরামর্শ দেওয়া হয় যেন চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন।’

তবে তিনি আরও বলেন, আমি কখনোই বলিনি ‘যেখানে ইচ্ছা অভিযোগ করেন’— এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

ট্যাগস :

আপনার মতামত লিখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালখালীতে স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার

বোয়ালখালী প্যাথলজিতে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ

আপডেট সময় ১২:৫৩:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন একটি বেসরকারি প্যাথলজি সেন্টারে রোগীর কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক রোগীর স্বজন বুধবার (২৩ জুলাই) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগকারী মো. কামাল উদ্দিন জানান, তার মেয়ে চট্টগ্রাম সরকারি নার্সিং কলেজের ছাত্রী। সম্প্রতি তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে চিকিৎসকের পরামর্শে বোয়ালখালী প্যাথলজি সেন্টারে বিভিন্ন পরীক্ষা করাতে নিয়ে যান। সেখানে ক্যাশ কাউন্টারে ১,৮০০ টাকা আদায় করা হয়। অথচ চিকিৎসকের ব্যবস্থাপত্রে ২০ শতাংশ ছাড় দেওয়ার সুপারিশ ছিল।

তিনি বলেন, মূল রশিদে টেস্টের মোট মূল্য ২,০০০ টাকা উল্লেখ করে ২০ শতাংশ ছাড় দেখানো হলেও আদায় করা হয় ১,৮০০ টাকা, যা হিসেবের সঙ্গে সাংঘর্ষিক। প্রতিবাদ জানালে কাউন্টার ইনচার্জ অসৌজন্যমূলক আচরণ করেন এবং বলেন, ‘যেখানে ইচ্ছা অভিযোগ করেন।’

কামাল উদ্দিন অভিযোগ করেন, প্রতিদিন শতাধিক রোগীর কাছ থেকে এভাবে অতিরিক্ত অর্থ আদায় করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রহমত উল্লাহ বলেন, ‘প্রাইভেট হোক বা সরকারি, কোনো প্রতিষ্ঠানকেই সেবা প্রত্যাশীদের সঙ্গে খারাপ ব্যবহার করার সুযোগ নেই। বিষয়টি স্বাস্থ্য কর্মকর্তার সঙ্গে পরামর্শ করে তদন্ত করা হবে।’

এদিকে, প্যাথলজি সেন্টারের রিসেপশনিস্ট অমল কান্তি দে অভিযোগ অস্বীকার করে বলেন, ‘রোগী চিকুনগুনিয়া, ডেঙ্গুসহ একাধিক টেস্ট করিয়েছেন। টেস্টগুলোর মধ্যে শুধুমাত্র চিকুনগুনিয়ার ক্ষেত্রে ২০০ টাকা ছাড় দেওয়া হয়। অন্য টেস্টে ছাড়ের সুযোগ ছিল না। তাই তাকে পরামর্শ দেওয়া হয় যেন চিকিৎসকের সঙ্গে আলোচনা করেন।’

তবে তিনি আরও বলেন, আমি কখনোই বলিনি ‘যেখানে ইচ্ছা অভিযোগ করেন’— এ অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।