
বোয়ালখালী ডিজিটাল একাডেমিতে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক্লাস পার্টি। সোমবার (০১ ডিসেম্বর) সকাল থেকেই একাডেমির হলরুমে ছড়িয়ে পড়ে এক উচ্ছ্বাসমুখর আনন্দঘন আবহ। শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও শিক্ষকদের আন্তরিক অংশগ্রহণে অনুষ্ঠানটি হয়ে ওঠে এক স্মরণীয় মুহূর্ত।
অনুষ্ঠানের শুরুতেই শিক্ষার্থীরা তাদের অনুভূতি, শিক্ষাজীবনের অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ আকাঙ্ক্ষা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করে। তাদের সাবলীল বক্তব্যে ফুটে ওঠে আন্তরিকতা, আত্মবিশ্বাস ও ইতিবাচক মনোভাব। শিক্ষকেরা শিক্ষার্থীদের সাহস ও স্বতঃস্ফূর্ততাকে সাধুবাদ জানান এবং পড়াশোনা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে এগিয়ে যেতে উৎসাহিত করেন।
ফিতা কেটে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন একাডেমির অধ্যক্ষ বজলুর রহমান মুরাদ। এছাড়াও উপস্থিত ছিলেন পলাশী ধর, আঞ্জুমান আরা বেগম, আবছারা বেগম, সুমনা পারভীন, রুমি শীল, চন্দনা দেব, শাহাদাত হোসাইন জুনাঈদী, মুহাম্মদ শাহাদাত হোসেন, ফারজানা জালাল, তাহমিনা আকতার, লাকী বিশ্বাস, মায়মুনা খাতুন, নাসরিন সুলতানা ও উর্মি আকতার।
অধ্যক্ষ বজলুর রহমান মুরাদ বলেন, “শিক্ষার্থীদের বিকাশ শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়—এ ধরনের ইতিবাচক ও আনন্দমুখর আয়োজন তাদের মানসিক শক্তি, নেতৃত্বগুণ এবং সহযোগিতার মনোভাব গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখে।”
অনুষ্ঠান শেষে কেক কেটে ক্লাস পার্টির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পুরো আয়োজন জুড়েই দেখা যায় উচ্ছ্বাস, বন্ধুত্ব, সৃজনশীলতা ও শেখার আনন্দ—যা শিক্ষার্থীদের মনে দীর্ঘদিন ধরে স্মৃতি হয়ে থাকবে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.