
জৈষ্ঠ্যপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১২টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার ঘোষ এবং সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক সুজন বড়ুয়া।
সভায় রাখেন সহকারী প্রধান শিক্ষক উজ্জ্বল চৌধুরী, সিনিয়র শিক্ষক সুবর্ণা দেবী, শিখা ঘোষ, বিনীতা বড়ুয়া, স্বরাজ গাঙ্গুলী, অভি তালুকদার এবং সহকারী শিক্ষক নয়ন চক্রবর্ত্তী মো. ইসহাক চৌধুরী, রঘু রায় লালা, অমল কৃষ্ণ সরকার, রাজীব বড়ুয়া, মো. গিয়াস উদ্দিন। অভিভাবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সুমনা আক্তার।
ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় শিক্ষার্থীদের পাঠে আগ্রহী করে তোলা, শিক্ষকেরা কীভাবে আরও আন্তরিক হবেন এবং অভিভাবকদের ভূমিকা কী হওয়া উচিত—তা নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথি মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী বলেন,
"শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার পেছনে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয়—তিন পক্ষের সমন্বিত ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু পরীক্ষায় ভালো ফল নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠাও শিক্ষা ব্যবস্থার মূল লক্ষ্য হওয়া উচিত।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.