চট্টগ্রামের বোয়ালখালীতে বিশেষ অভিযান চালিয়ে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সাইদুল আলমকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৩ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডের পূর্ব খিতাপচর গ্রামের বাসিন্দা।
এছাড়া গত মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে পৌরসভার পশ্চিম গোমদণ্ডী ৯ নাম্বার ওয়ার্ডের গোয়াজ তালুকদার বাড়ির আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন নয়ন (৩০) এবং শাকপুরা ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের পশ্চিম শাকপুরার কবির আহমদ সারেং বাড়ির মো.সফিকুল ইসলাম আনাছকে (৩৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ লুৎফুর রহমান বলেন, বিশেষ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
ই-মেইল:
[email protected],
[email protected]
৯/ডি মতিঝিল বা/এ, ঢাকা-১০০০।
Copyright © 2025 আজকের সংবাদ. All rights reserved.