“আসুন বৃক্ষরোপণ করি, সবুজায়ন দেশ গড়ি” স্লোগানে চট্টগ্রামের বোয়ালখালীতে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভা, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে পৌরসভার ৩নং ওয়ার্ডে উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক, একুশে পদকপ্রাপ্ত লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস স্মরণে প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিপ্লব জলদাস। সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক সত্যপ্রিয় শীল। প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস।
এছাড়া বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ কালীপদ দাস, সাংগঠনিক সম্পাদক আশুতোষ দাস, সাংস্কৃতিক সম্পাদক বিধান দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দোলন দাস, নির্বাহী সদস্য প্রীতি দাস, অনিক দাস, পুষ্পিতা দাস (পুনম), বর্ষা দাস প্রমুখ।
‘প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা’ শীর্ষক আলোচনায় বক্তারা বলেন, মানবসভ্যতার উন্নয়ন ও টেকসই জীবনের জন্য বৃক্ষের বিকল্প নেই। দেশের প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে পারলেই পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।
আলোচনা সভা শেষে অংশগ্রহণকারীদের মাঝে ফলজ ও ঔষধি চারা বিতরণ করা হয়।